Thursday, 10 April 2025, 01:12 AM

নিউইর্য়ক সিটি কাউন্সিল প্রাইমারি নির্বাচনে লড়তে শাহ শহীদুল...

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ শাহ শহীদুল হক সাঈদ এর নিউইর্য়ক সিটি কাউন্সিলর  নির্বাচনে প্রার্থী হতে তার এক ফান্ড রেইজিং  অনুষ্ঠিত হবে  কাল ৭ জানুয়ারি ২০২৪, মংগলবার সন্ধ্যা ৬টায় ।


কমিউনিটির পরিচিত মুখ শাহ শহীদুল হক সাঈদ ২০২৫ সালে অনুষ্ঠিতব্য নিউইয়র্ক সিটি কাউন্সিলের নির্বাচনে কাউন্সিলম্যান প্রার্থী হচ্ছেন। তিনি মৌখিকভাবে নিজের প্রার্থিতা ঘোষণা করে কাজও শুরু করেছেন। এলাকাবাসীর কাছে সমর্থন ও ভোট চাওয়ার পাশাপাশি নিজ নির্বাচনী এলাকার মানুষকে নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন। কাল মঙ্গলবার,৭ জানুয়ারি ২০২৫,ডিস্ট্রিক্ট-২৫ এর কাউন্সিলম্যান প্রার্থী শাহ শহীদুল হক সাঈদ এর ফান্ড রেইজিং অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ডিনারের আয়োজন করা হয়েছে। নিউইর্য়কের জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্ট এবং পার্টি হলে এই অনুষ্ঠান হবে। ফান্ড রেইজিং অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তিনি সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন। একই সঙ্গে সবার সহযোগিতা চেয়েছেন।খবর বাপসনিউজ ।

জ্যাকসন হাইটস, উডসাইড ও ইস্ট এলমহার্স্টকে প্রতিনিধিত্বকারী ডিস্ট্রিক্ট-২৫-এর সিটি কাউন্সিলম্যান প্রার্থী শাহ শহীদুল হক  সাঈদ বলেন, ভোটারদের সমর্থন ও সহযোগিতায় আমি নির্বাচনে জয়ী হওয়ার চেষ্টা করছি। এ লক্ষ্যে ৭,জানুয়ারি ২০২৫,মঙ্গলবার একটি ডিনার পার্টি অনুষ্ঠিত হবে। আশা করি, এই পার্টিতে সবাই আসবেন এবং আমাকে সমর্থন জানাবেন। একটি তহবিল সংগ্রহকারী ডিনারের আয়োজন করবে।

শাহ শহীদুল হক সাঈদ এর ক্যাম্পেইন কমিটির পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়, তিনি এখন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সভাপতির দায়িত্ব পালন করছেন। সেই সঙ্গে প্রায় ৩০ বছর যাবৎ আর্তমানবতার সেবায় নিয়োজিত আছেন। শাহ শহীদুল হক সাঈদ একজন প্রাক্তন ছাত্রনেতা এবং বর্তমানে কমিউনিটির সেবায় নিয়োজিত। তিনি ২০২১ সালের সিটি কাউন্সিল নির্বাচনে ডিস্ট্রিক্ট-২৫ থেকে উল্লেখযোগ্য সমর্থন অর্জন করেছিলেন।

জানা গেছে, ওই তহবিল সংগ্রহ অনুষ্ঠানে আগামী ২৪ জুন ২০২৫,অনুষ্ঠেয় সিটি কাউন্সিলম্যান নির্বাচনে শাহ শহীদুল হক সাঈদ এর প্রচারণায় সমর্থন জানাতে ব্যবসায়ী, শিল্পী, সাংস্কৃতিক, সামাজিক,লেখক, সাংবাদিক , কমিউনিটির নেতৃবৃন্দ ও রাজনীতিবিদরা একত্রিত হবেন। তহবিল সংগ্রহ অনুষ্ঠান সফল করার লক্ষ্যে সবার উপস্থিতি ও সহযোগিতা কামনা করছে ক্যাম্পেইন কমিটি।


// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P