মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধি: আমি আপনাদের ভাই/সন্তান ফরহাদ হোসেন আজাদ। পঞ্চগড়–২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী। আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারণা। এই যাত্রার প্রথম দিনটি আমি ইচ্ছাকৃতভাবেই শুরু করেছি আমার শিকড় থেকে—আমার জন্মস্থান পাঁচপীর ইউনিয়ন থেকে। এটি শুধু একটি প্রচারণার সূচনা নয়; এটি আমার জীবনের আবেগ, কৃতজ্ঞতা আর দায়বদ্ধতার প্রকাশ। যে মাটিতে আমার প্রথম পদচারণা, যে মানুষগুলোর আদর–শাসন–ভালোবাসায় আমি বড় হয়েছি, যাদের সঙ্গে আমার আত্মার অটুট বন্ধন।আজ সেই মানুষগুলোর দোয়া ও ভালোবাসা নিয়েই আমি সামনে এগিয়ে যাওয়ার সাহস পেয়েছি। পাঁচপীরের প্রতিটি মুখ, প্রতিটি হাতের স্পর্শ আমাকে মনে করিয়ে দেয়—রাজনীতি আমার কাছে ক্ষমতার প্রতিযোগিতা নয়; এটি মানুষের পাশে থাকার অঙ্গীকার। সুখ–দুঃখে, হাসি–কান্নায়, বিপদ–সংকটে যাদের সঙ্গে পথ চলেছি, তাদের বিশ্বাসই আমার শক্তি, তাদের দোয়া আশীর্বাদই আমার পাথেয়। আজকের এই সূচনা দিনে আমি গভীর কৃতজ্ঞতা জানাই আমার পরিবার, এলাকার সকল মুরুব্বি, ভাই–বোন, তরুণ–যুবক, মা–বোনদের প্রতি। আপনাদের ভালোবাসা আমাকে দায়িত্বশীল করে, আপনাদের প্রত্যাশা আমাকে সৎ ও নির্ভীক থাকতে অনুপ্রাণিত করে। ইনশাআল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা সঙ্গে নিয়েই আমি পঞ্চগড়–২ (বোদা-দেবীগঞ্জ) আসনের প্রতিটি মানুষের অধিকার, মর্যাদা ও উন্নয়নের জন্য কাজ করে যাব। এই পথচলায় পাশে থাকুন—দোয়া, ভালোবাসা আর বিশ্বাস নিয়ে।