Thursday, 29 January 2026, 12:54 PM

পঞ্চগড়ের দেবীগঞ্জে ইটভাটার মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে মামলা...

মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ - পঞ্চগড়, প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা ইটভাটা মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে প্রশাসনের দায়ের করা মামলার প্রতিবাদে ভুক্তভোগী শ্রমিক নেতারা সংবাদ সম্মেলন করেন। বুধবার (২১ জানুয়ারি) বিকাল আনুমানিক ৩টা ৩০ মিনিটে দন্ডপাল ইউনিয়ন কালিগঞ্জ মৌমারী এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে অংশ নেন পঞ্চগড় জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম এবং কোষাধ্যক্ষ মোঃ আরফান আলী। সংবাদ সম্মেলনে অংশ নেওয়া ভুক্তভোগী শ্রমিক নেতারা বলেন, আমরা শ্রমিক অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছি। আমাদের অধিকারের জন্য আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি, কিন্তু প্রশাসন আমাদের প্রচেষ্টাকে সফল হতে দিচ্ছে না। এই ঘটনার মামলা হওয়ার পর আমাদের এলাকার শ্রমিকরা চরম আতঙ্কের মধ্যে রয়েছে। এলাকাটি বর্তমানে পুরুষ শ্রমিক জনশূন্য হয়ে পড়েছে। রাতের বেলায় পুলিশ ও সেনাবাহিনীর ঘন ঘন আনাগোনার কারণে স্থানীয় বাসিন্দারাও ভয়ে আতঙ্কিত।এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সন্তোষজনক কোনো সমাধান না পাওয়ায় আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিচ্ছি। উক্ত সময়ের মধ্যে সমাধান না এলে আমরা আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব। প্রয়োজনে ডিসি অফিস ঘেরাও কর্মসূচিও পালন করা হবে। উল্লেখ্য, সোমবার(১৯ জানুয়ারি ) দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ একটি দল দন্ডপাল ইউনিয়নের মৌমারী বাজার ও সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশপাশে অবস্থিত ইটভাটাগুলোতে অভিযান পরিচালনার জন্য ঘটনাস্থলে পৌঁছায়। অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. ইমাম রাজী টুলু। অভিযানের খবর ছড়িয়ে পড়লে আশপাশের একাধিক ইটভাটা থেকে শ্রমিকরা এসে সড়কের ওপর অবস্থান নেন। এ সময় তারা প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং অভিযান বন্ধের দাবি জানান। বিক্ষোভ চলাকালে শ্রমিকদের কারণে প্রশাসনিক যানবাহন আটকে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নেন। তবে বিক্ষোভকারী শ্রমিকদের বাঁধার মুখে অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি। এঘটনায় অভিযানে অংশ নেয়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রশাসনের কর্মকর্তারা ফেরত আসেন। সোমবার (১৯ জানুয়ারি) রাতে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সার্টিফিকেট সহকারী সুজন্ত কুমার রায় বাদী হয়ে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন-দেবীগঞ্জ পৌর শহরের বাজারপাড়া এলাকার আফসার উদ্দিনের ছেলে বিশিষ্ট ব্যবসায়ী ইটভাটা মালিক মোঃ আনোয়ার হোসেন,পঞ্চগড় জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম এবং দেবীগঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মোঃ শাহিনসহ অন্যান্যরা। দেবীগঞ্জ থানায় দায়ের করা মামলাটি মামলা নং–৯, তারিখ ১৯/০১/২০২৬ খ্রি.। মামলায় দণ্ডবিধির ১৪৩/১৮৬/৩৫৩/৫০৬/১১৪/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, অবৈধ সমাবেশ, সরকারি কাজে বাধা, সরকারি কর্মচারীর ওপর হামলা, হুমকি ও যৌথ অপরাধের অভিযোগে সোমবার রাতে দেবীগঞ্জ উপজেলা পরিষদের সার্টিফিকেট সহকারী সুজন্ত কুমার রায় ইটভাটা মালিক মোঃ আনোয়ার হোসেনকে প্রধান আসামি করে ২০ জনের নাম উল্লেখ করে ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর সোমবার রাতেই যৌথবাহিনী অভিযান চালিয়ে ৩ জনকে গ্ৰেপ্তার করে। গ্ৰেপ্তারকৃতরা হলেন- দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের শিমুলতলী হাকিমপুর এলাকার মৃত আব্দুল হকের ছেলে আমিনুল হক (৪৮), একই এলাকার ময়নউদ্দীনের ছেলে মোসলেমউদ্দিন (৩৮), মৌমারি হাকিমপুর এলাকার সোলেমান শেখের ছেলে মোঃ শাহিনুর ইসলাম (৩৮)। গ্রেপ্তারকৃতদের ২০ জানুয়ারি পঞ্চগড়ের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P