Monday, 10 March 2025, 08:08 PM

প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা

বিডি নীয়ালা নিউজ(৬ই এপ্রিল১৬)- নিজস্ব প্রতিবেদন :  জাতীয় সাংবাদিক সংস্থা, গাজীপুর জেলা কমিটিতে  মো: সাইদুল ইসলামকে সভাপতি এবং মো: রাকিবুল ইসলাম রোমানকে সাধারন সম্পাদক নির্বাচিত করায় বিডি নীয়ালা নিউজের পক্ষ থেকে তাদের প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

গতকাল ৫ই এপ্রিল মঙ্গলবার বেলা ১১টার সময় গাজীপুরস্থ গাজীপুর বার্তা ২৪ ডট কম এর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় গাজীপুর জেলা কমিটি ঘোষণা করা হয়।


এ সময় জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন, সহ-সভাপতি মো:আলমগীর গণি, মহাসচিব সাজ্জাদুল কবীর সহ বিভিন্ন পত্রিকার সম্পাদক, প্রকাশক ও সংবাদ কর্মীগণ উপস্থিত ছিলেন।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P