মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধি: লেখক, গীতিকার, সুরকার ও মঞ্চঅভিনেতা আরফানুল আলম প্রধান ১৯৭৭ সালের ৭ই সেপ্টেম্বর সাবেক জেলা দিনাজপুর হাল পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ৯ নং দেবীডুবা ইউনিয়নের মহলদারপাড়া গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবন:- (১) ঝলঝলী সরকারী প্রাথমিক বিদ্যালয় ৫ম শ্রেণী পাস করেন, (২) পামুলী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ৭ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন। পরে তিনি (৩) নৃপেন্দ্র নারায়ন সরকারী উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণীতে ভর্তি হন সেখান থেকে আরফানুল আলম প্রধান (এস.এস.সি) পাস করেন,, বর্তমানে ঐ বিদ্যালয় টি দেবীগঞ্জ এন. এন. হাই স্কুল নামে পরিচিতি,, পার্শ্ববর্তী জেলা ঠাকুরগাঁও সরকারী কলেজ (এইচ.এস.সি), তে ভর্তি হন এর পর তিনি ঠাকুরগাঁও সরকারী কলেজ থেকে এইচ.এস.সি পাস করেন,, চাকুরী জীবনের আরফানুল আলম প্রধান বাংলাদেশ সেনাবাহিনীতে (মেডিকেল) কোরে সৈনিক পদে যোগ দেন বাংলাদেশ সেনাবাহিনী তে,, ঢাকা তেজগাঁও সরকারী কলেজ (ডিগ্রী) পরে সিদ্ধেশ্বরী সরকারী কলেজ থেকে (মাস্টার্স) সম্পন্ন করেন। দেবীগঞ্জ উপজেলার ৪ নং পামুলী ইউনিয়নের শান্তিরহাটে নাট্য গোষ্ঠীর উদ্দ্যোগে নাট্য অভিনেতায় ছবি করেন,, তার সবচেয়ে জনপ্রিয় মঞ্চ কাপানো নাট্য হলো ১। এক মুটো অন্ন চাই, (২) হাসির হাটে কান্না মঞ্চ নাটক ,, অভিনয়ে পাশাপাশি তিনি উপন্যাস- ভালবাসার গল্প, (তুমি প্রেম তুমি স্বপ্ন) গজল- মরু সাহারায়, ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া থেকে ডিপ্লোমা অফ লো ভিশন (DOLV) (চক্ষু) এবং ইসলামীয়া চক্ষু হাসপাতাল থেকে ভিট্রিও রেটিনা কোর্স সম্পূর্ণ করেন। লায়ন্স ক্লাব অফ ঢাকা লিবার্টি ৩১৫এ-০১ ক্লাবের উদ্দ্যোগে-বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে প্রথমিক চক্ষু সেবা দিয়েছেন। আধুনিক গান- দুষ্ট ছেলে, মিষ্টি মেয়ে। সম্প্রতি বাবা তোমায় মনে পড়ে গানটি ফেসবুক, ইউটিউব সহ সর্বত্র পাওয়া যাচ্ছে। তিনি বর্তমানে লেখালেখি নিয়ে ব্যস্ত থাকেন এবং স্ব-পরিবারে আমেরিকায় অবস্থান করছেন। আমরা তার সর্বাঙ্গীন উন্নতি কামনা করছি।