সুব্রত চন্দ্র দাস (গাজীপুর প্রতিনিধি) : শুক্রবার (০৯ জানুয়ারি ২০০২৬ ইং) বাদ আসর গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪২ নং ওয়ার্ডের মীরের বাজারস্থ জহির উদ্দিন মার্কেটের ঘাসফড়িং হোটেল এর সামনে পূবাইল থানা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির সম্মানিত সভাপতি আলহাজ্ব মনির হোসেন সিকদার বকুল। পূবাইল থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খসরু মৃধার সভাপতিত্বে এবং পূবাইল থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট আলতাব হোসেন সিরাজী এর সঞ্চালনায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন আলহাজ্ব সুলতান উদ্দিন আহম্মেদ, সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক গাজীপুর মহানগর বিএনপি, মোঃ দেলোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি পূবাইল থানা বিএনপি, পূবাইল থানা বিএনপির সহ-সভাপতি রবিউল আলম আওলাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সোয়াইবুল ইসলাম সোহাগ, পূবাইল থানা বিএনপির প্রচার সম্পাদক আনোয়ার হোসেন সরকার, পূবাইল থানা মহিলা দলের সভাপতি শামীমা আক্তার, পূবাইল থানা মহিলা দলের নেত্রী ও কাউন্সিলর পদপ্রার্থী ফারহানা বেলি লাইলী, খোরশেদা আক্তার সীমা, সাবেক সাধারণ সম্পাদক পূবাইল ইউনিয়ন মহিলা দল,পূবাইল থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী সোহেল খান ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ রাজীব ভূঁইয়া, পূবাইল থানা ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব মিয়া সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন ।