Friday, 09 May 2025, 03:36 AM

রাবিতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে আন্তঃবিশ্ববিদ্যালয় স্নাতক সম্মেলন

রাবি প্রতিনিধি: বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ‘বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্পর্ক’ শীর্ষক আন্তঃবিশ্ববিদ্যালয় স্নাতক সম্মেলন আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।


সম্মেলনে পররাষ্ট্রনীতি, জলবায়ু পরিবর্তন, সুনীল অর্থনীতি, কূটনৈতিক কৌশল, শান্তি, আঞ্চলিকতাবাদ ইত্যাদি বিষয়ে অংশগ্রহণকারীরা তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন এবং তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।


অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ড. মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে বিভাগের শিক্ষার্থী রাউফু ইসলাম ইতু ও রাইয়ান বিনতে হাবিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. ফরিদ উদ্দীন খান।


সেমিনারের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়। এরপর স্বাগত বক্তব্যে অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম বলেন, “বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আজ আমরা এখানে একটি ইতিহাস তৈরি করতে জড়ো হয়েছি। এটিই বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় স্নাতক সম্মেলন। এমনকি দক্ষিণ এশিয়ায় এই ধরনের আয়োজন এটিই প্রথম।”


তিনি আরও বলেন, “প্রথমে আমার মনে একটি প্রশ্ন জাগছিল—স্নাতক স্তরের শিক্ষার্থীরা কেন সর্বদা নিষ্ক্রিয় দর্শক থাকবে? তাদেরও হয়তো পৃথিবী পরিবর্তনের জন্য উজ্জ্বল ধারণা থাকতে পারে। আমি বিশ্বাস করি, শিক্ষার্থীদের চিন্তাভাবনা ও ধারণাগুলো জাতি গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে, এই সম্মেলনটি সারা দেশের প্রতিভাবান শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আয়োজন।”


এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. ফরিদ উদ্দীন খান বলেন, “রাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ নতুন হলেও সীমাবদ্ধতার মধ্যে এত চমৎকার আয়োজন করায় আমরা অভিভূত। আশা করছি, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ভবিষ্যতে আরও এরকম আয়োজন করবে।”


বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ কর্তৃক প্রথমবারের মতো আন্ডারগ্র্যাজুয়েট কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এজন্য আন্তর্জাতিক সম্পর্ক বিভাগকে ধন্যবাদ জানাই। বিশ্বায়নের এই যুগে টিকে থাকতে আন্তর্জাতিক সম্পর্কের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ ভূ-রাজনৈতিক দিক থেকে ছোট হলেও আমাদের রয়েছে বঙ্গোপসাগরসহ অনেক সম্পদ। আমরা এই সম্পদকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক সম্পর্কের মাধ্যমে বিশ্বে অভাবনীয় সাফল্য অর্জন করতে পারি।”


সম্মেলনে ‘উদীয়মান বিশ্বে বাংলাদেশের নেতৃত্বের ভূমিকা: সফট পাওয়ারের ব্যবহার’ বিষয়ে আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রোকেয়া হক রিমু। এছাড়া, ‘বঙ্গোপসাগরে শক্তির ভূ-রাজনীতি: বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের মধ্যে সামুদ্রিক সম্পদের জন্য ত্রিপক্ষীয় প্রতিযোগিতার বিকাশ’ বিষয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম নাঈম।


// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P