Thursday, 29 January 2026, 12:54 PM

রাষ্ট্রীয় প্রশাসনের ভিত্তি সুসংহত করতে সরকারি কর্মচারীদের আইন...

তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেছেন, সরকারি কর্মচারীরা শুদ্ধভাবে আইনের জ্ঞান অর্জন করলে সরকারের সুনাম বৃদ্ধি পায় এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় তা অনেক সহায়ক হয়। রাষ্ট্রীয় প্রশাসনের ভিত্তি সুসংহত করতে সরকারি কর্মচারীদের আইন জানতে হবে।

আজ বুধবার রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘মামলা পরিচালনায় সহায়ক আইন-কানুন, এসএফ লেখার কৌশল এবং করণীয়’ সংক্রান্ত প্রশিক্ষণে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ প্রশিক্ষণের আয়োজন করে।

সচিব বলেন, সরকারি কর্মচারীদের অত্যাবশ্যক দায়িত্ব হচ্ছে আইনের আওতায় কাজ করা। আইনের বিষয়গুলো মুখস্ত থাকা জরুরি নয়, জরুরি হচ্ছে কোন বইয়ের কোন পাতায় আইনটি আছে, তা জানা।

তিনি আরও বলেন, আইনানুগ কাজ করলে আমাদের বিরুদ্ধে মামলা কমে যাবে। সরকারের বিরুদ্ধে যখন মামলা হয় বা সরকারের স্বার্থে আমরা যখন মামলা পরিচালনা করি, তখন আইনের জ্ঞান আমাদের জন্য অপরিহার্য। এ সময় সচিব মামলা পরিচালনায় সহায়ক আইনকানুন এবং ধাপসমূহ যথার্থভাবে জেনে নিয়ে সে আলোকে নিজ নিজ দায়িত্ব পালনে অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার। 

তিনি বলেন, সরকারি কর্মচারীদের জন্য মামলা পরিচালনায় করণীয় বিষয়ক প্রশিক্ষণ এখন সময়ের দাবি। মামলার ক্ষেত্রে আমরা এখনও ভুল করি। ভুল করা অপরাধ নয়, তবে ভুল থেকে আমাদের শিখতে হবে।

দিনব্যাপী এ প্রশিক্ষণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সংশ্লিষ্ট বিষয়ে সেশন পরিচালনা করেন। 

রাজশাহী বিভাগের আটটি জেলার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার কর্মকর্তারা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

BSSN

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P