Thursday, 29 January 2026, 12:52 PM

রূপসায় মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, নৈহাটি ব্রাইট...

আজিজুল ইসলাম, স্টাফ রিপোর্টার: খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল এই শ্লোগানকে সামনে রেখে খুলনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে ৪ দলীয় মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান, ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার (১২ জানুয়ারি) দিনব্যাপী রূপসার কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় আইচগাতি ইমাম ফুটবল একাডেমিকে ১–০ গোলে পরাজিত করে নৈহাটি ব্রাইট ফিউচার ফুটবল একাডেমি ফাইনালে ওঠে। বিজয়ী দলের পক্ষে শেষমুহুর্তে একমাত্র গোলটি করেন সুমন। দ্বিতীয় খেলায় শহীদ মনসুর স্মৃতি সংসদ ১–০ গোলে ডোবা ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে, একমাত্র গোলদাতা ছিলেন জহির খান। ফাইনালে নৈহাটি ব্রাইট ফিউচার একাডেমি ও শহীদ মনসুর স্মৃতি সংসদের মধ্যে খেলা নির্ধারিত সময়ে ১–১ গোলে ড্র হয়। পরবর্তীতে টাইব্রেকারে ৪–৩ গোলে বিজয়ী হয়ে নৈহাটি ব্রাইট ফিউচার একাডেমি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের স্বাধীন। খেলা পরিচালনা করেন বাশির আহম্মেদ লালু, সুমন রাজু, আলী আকবর ও আজিজুল ইসলাম বাবলু। এরপূর্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্রীড়া সংগঠক ও খুলনা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ। উদ্বোধনী খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মলয় ভূষণ চক্রবর্তী। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক এসকে ইফতেখার মোঃ উমায়ের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত সরকার এবং অনুষ্ঠান পরিচালনা করেন ক্রীড়া সংগঠক মুস্তাহিদুর রহমান মুক্ত। এসময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নজরুল ইসলাম, নাসিম হাসান, প্রভাষক খান মেজবা উদ্দীন সেলিম, ক্রীড়া শিক্ষক আঃ কাদের,ক্রীড়া সংগঠক সাইফুল ইসলাম পাইক, মুন্না সরদার, ইলিয়াস হোসেন হারা, আবুল কালাম, বেল্লাল শেখ, প্রশান্ত দে, ইমাম হোসেন, আবু মুসা শেখ,জহির খান, তাহসিন প্রমূখ।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P