Sunday, 22 December 2024, 08:03 AM

সানি লিওনের ছেলে সম্পর্কে জানেন তো?

বিডি নীয়ালা নিউজ(২৩ই এপ্রিল১৬)-বিনোদন ডেস্কঃ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে সানি লিওনের এক ছেলে রয়েছে।


তার নাম চপার। রীতিমতো ছবি দিয়ে সেই ছেলের কথা সোশাল মিডিয়ায় জানিয়েছেন সানি।


এত দিন ইন্ডাস্ট্রিতে রয়েছেন নায়িকা। কখনও তো তাঁর কোনও ছেলের কথা শোনা যায়নি। তা হলে এ এল কোথা থেকে?


আসলে সানির ছেলে চপার একটি কুকুর। তাকে নিজের সন্তানের মতোই ভালবাসেন তিনি। ইনস্টাগ্রামে চপারকে ‘মাই বয়’ বলেই উল্লেখ করেছেন।