Friday, 05 December 2025, 02:55 PM

সৈয়দপুর রেলওয়ে মেডিকেল কলেজ দ্রুত বাস্তবায়ন হবে- রেলওয়ে...

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেন বলেছেন, নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত রেলওয়ে হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরের প্রকল্পটি চলমান রয়েছে। খুব দ্রুত বাস্তবায়ন করা হবে। এর আগে মন্ত্রনালয়ের সিদ্ধান্ত অনুযায়ী খুব শিগগিরি রেলওয়ের এ হাসপাতালকে জেনারেল হাসপাতালে পরিণত করে সর্বসাধারণের চিকিৎসা সেবার জন্য উন্মুক্ত করা হবে। আজ শনিবার  সৈয়দপুর রেলওয়ে হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


তিনি আরও বলেন, সৈয়দপুর রেলওয়ে কারখানা ও পার্বতীপুর লোমেটিভ কারখানা আধুনিকায়ন করা হবে। রেলের জনবল সংকট একটি বড় সমস্যা। আমরা এ সমস্যা সমাধানে কাজ করছি। আশা করি  দ্রুত এর সমাধান হবে।


সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, স্প্রিং সঙ্কটের কারণে কোচগুলো মেরামত করতে সমস্যা হচ্ছে। তিনি এ সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বলেন, সৈয়দপুর রেলওয়ে স্টেশনও আধুনিকায়ন করা হবে। যাত্রীদের সমস্যার কথা গভীরভাবে ভাবা হচ্ছে।


মহাপরিচালক আফজাল হোসেন এ দিন ব্যস্ত সময় পার করেন।  সৈয়দপুর রেলওয়ে কারখানা, রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন তিনি। এসময় তাঁর সাথে ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদ, প্রধান প্রকৌশলী আহমেদ মাসুম, প্রধান যন্ত্র প্রবৌশলী (সিএমই) সাদেকুর রহমান, সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নূর মোহাম্মদ, রেলকারখানার কার্যব্যস্থাপক মমতাজুল ইসলাম, রেলের বিভাগীয় মেডিকেল কর্মকর্তা ডা. আনিসুল হকসহ রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P