Tuesday, 12 August 2025, 03:16 AM

সৈয়দপুরে জোরপূর্বক জমি দখলে বাধা দেয়ায় আহত-৬ থানায়...

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে ৬ জন। গুরুতর আহত ১ জনকে হাসপাতালে ভর্তি করা রয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়।  এ বিষয়ে থানায় অভিযোগ দেয়া হয়েছে। পুলিশ মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছে।


সোমবার (২১ জুলাই) সকাল ১১ টার দিকে উপজলার সাতপাই মুচিরহাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে শফিকুলইসলাম (শফি) (৪০) ৷ অন্যান্য আহতরা হলেন শফিকুলের স্ত্রী শাহনাজ, ভাই দুলাল হোসেন, জাহেদুল, ওবায়দুল, শামসুলসহ ৫ জন । থানার অভিযোগ সূত্রে ও শফিকুলের অভিযোগে জানা যায় একই এলাকার তুহিন ও তুহিনের বাবা সিরাজুল ইসলামের সাথে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার সকাল ১১টায় হঠাৎ করে শফিকুল গংদের জমিতে জোরপূর্বকভাবে, তুহিন ও তুহিনের বাবা সিরাজুল ইসলামের নেতৃত্বে টিনের ঘর উঠানোর জন্য প্রস্তুতি নেন, ওই সময় শফিকুল বাধা দিলে তুহিন ও তার বাবা সিরাজুল ইসলামসহ পরিবারের লোকজন দেশীয় ধারালো অস্ত্র দিয়ে  মাথায় আঘাত করার জন্য এগিয়ে আসলে, শফিকুল তা ঠেকানোর চেষ্টা করলে তাঁর বাম হাতে আঘাত লাগে। এ সময় রক্তাক্ত জখম হলে  রক্ষা করতে স্ত্রী শাহনাজসহ কয়েকজন এগিয়ে আসলে তারা শফিকুলের স্ত্রীর গলা টিপে ধরে ধাক্কা দেয় আর অন্যদের  দেশীয় অস্ত্র দিয়ে  তুহিন ও তার বাবা সিরাজুল ইসলামের নেতৃত্বে পরিবারের লোকজন লাঠিসোটা, দা-বটি দিয়ে এ হামলার ঘটনা ঘটায়। এসময় শাহানাজের পড়নের জামা ছিড়ে শ্লীলতাহানি ঘটায় ও মেরে আহত করা হয় ৷


গুরুতর আহত শফিকুলকে সৈয়দপুর ১০০শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শফিকুল।


শাহানাজ বেগম জানান,তুহিনের পরিবার এলাকার প্রভাবশালী ৷ ঘটনার দিন আমার স্বামীকে মেরে গুরুতর জখম করলে আমি এগিয়ে যাই ৷ তখন তারা আমার স্বামীকে হত্যা করতে না পেরে আমার গলা টিপে হত্যার চেষ্টা করে ব্যর্থ হলে তারা আমার পড়নের জামা কাপড় ছিড়ে শ্লীলতাহানি ঘটায় এবং মেরে আহত করে ৷ আমি তাদের চাই ৷


দুলাল হোসেন অভিযোগ করেন, আমাদের বাপ দাদার জমি টুকু সম্বল ৷ এ জমিতে ঘর বাড়ি করবো আমরা ৷ এই জমি টুকুর আমাদের অনেক অংশীদার৷ এই জমি সিরাজুল ও তাঁর ছেলে তুহিন দীঘদিন থেকে দখলে নেওয়ার চেষ্টা করছে ৷ এ নিয়ে আদালতে মামলা ও ইউনিয়ন পরিষদ বিচার শালিসও হয়েছে ৷কিন্তু তারা কোন কিছুই মানে না ৷


ঘটনার দিন তারা আমাদের জমিতে জোরপূর্বক টিনের চালা দিয়ে ঘর তৈরী করলে  আমার ভাই শফিকুল বাঁধা দিলে তাকে হত্যা চেষ্টা করে সে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে ৷ তাকে বাঁচাতে তাঁর স্ত্রী শাহানাজসহ কয়েক জন এগিয়ে গেলে তাদের মেরে আহত করে এবং শফিকুলের স্ত্রী শাহানাজকে মেরে আহত করে ও শ্লীলতাহানি ঘটায় ৷ আমরা গরীব ও অসহায় ৷ তারা টাকা ও প্রভাবশালী ব্যক্তি ৷ তারা যেকোন সময় আমাদের বড় ধরনের ক্ষতি করতে পারে ৷ আমরা প্রশাসনের কাছে সঠিক বিচার চাই ৷


অভিযুক্ত তুহিন ও তার বাবা সিরাজুল ইসলাম অভিযোগ বিষয়ে বলেন জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের সাথে তাদের বিরোধ চলছে। সেটা নিয়ে শফিকুলের সাথে মারামারি হয়েছে। আমাদের লোকজনও আহত হয়েছে। আমরাও থানায় অভিযোগ দিয়েছি। তারা আরো জানান, আমাদের জমিতে তারা ঘর তৈরী করে বসবাস করছে ৷ তাদের জমি পড়ে আছে ৷ শুধু এক হাত জায়গায় রান্নার জন্য টিনের ঢালা দিতে ছিলাম ৷ 


এনিয়ে আমরা একাধিক বার বৈঠক করে ব্যর্থ হয়েছি ৷ তাই তারা যেহেতু আমাদের জমিতে বসবাস করছে সে জমি আমরা তাদের নামে লিখে দিব ৷ আর তারা পরিত্যক্ত জমি আমাদের নামে লিখে দিবে বিনিময়ে আমরা তাদের কিছু টাকাও দিব ৷ তারা গরীব মানুষ তাদের ক্ষতি আমরা চাই না ৷


 সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন অভিযোগ পাওয়ার বিষয়ে মুঠোফোনে সত্যতা নিশ্চিত করেন।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P