Wednesday, 12 March 2025, 05:53 PM

সৈয়দপুর মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে...

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী, জেলা প্রতিনিধিঃ গোটা পরিবহন শ্রমিকদের মাঝে বিরাজ করছে নির্বাচনী আমেজ। আগামী ১৩ ফেব্রুয়ারি নীলফামারী জেলা বাস- মিনিবাস শ্রমিক ইউনিয়নের (২২০) ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে প্রার্থী ও কর্মী সমর্থকরা এখন ব্যস্ত সময় পার করছে। কারও দম ফেলবার ফুরসত নেই। দিন যতই যাচ্ছে, ব্যস্ততা ততই বাড়ছে তাদের। সবমিলিয়ে জমে উঠেছে জেলার পরিবহন সেক্টরের বৃহৎ সংগঠনের নির্বাচনী কার্যক্রম। ওইদিন সকাল ৮ টা থেকে একটানা বিকেল ৪ টা পর্যন্ত সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে অনুষ্ঠিত হবে ওই নির্বাচন। এতে সংগঠনের ২ হাজার ৪২৬ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।


এ নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের ১৮ টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৬টি পদে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


এদের মধ্যে সম্পাদকীয় ১৩ টি পদে ৩৫ জন এবং কার্যনির্বাহী সদস্যের ৩ টি পদে ৯ জন রয়েছেন।


এরআগে কোষাধ্যক্ষ পদে মো. মনসুর আলী এমাদি এবং দপ্তর সম্পাদক পদে গণি ইসরাইল গনি বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন ৷


সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থীরা হলেন, মাসুদ রানা, আশিকুর রহমান ও জাহাঙ্গীর আলম বিপ্লব ।  দীঘদিনের দক্ষ শ্রমিক নেতা মাসুদ রানা এ নির্বাচনে অনেকটা এগিয়ে আছেন ৷ জেলার বিভিন্ন উপজেলার শ্রমিকদের সাথে কথা বলে জানা গেছে এবারের নির্বাচনে মাসুদ রানা বিপুল ভোটে বিজয় হবে ৷ 


বর্তমানে তিনি কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন।  দিন যতই যাচ্ছে, প্রার্থীর ব্যস্ততার মাঝেও চালিয়ে যাচ্ছেন প্রচার প্রচারণা। প্রার্থীর নানা রঙের পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে গোটা এলাকা। এ নির্বাচনকে ঘিরে জেলার প্রতিটি টার্মিনাল ও বাসস্ট্যান্ড ছাড়াও হোটেল রেঁস্তোরায় চলছে মাসুদ রানার ব্যাপক আলোচনা। 


এব্যাপারে কথা হয় মাসুদ রানার সাথে তিনি বলেন, আমি দীর্ঘ কয়েক বছর ধরে শ্রমিক পাশে ছিলাম ৷ তাদের যে কোন সমস্যায় আমি সব সময় সাড়া দিয়েছি ৷ আগামীতে তাদের এবং সংগঠনের উন্নয়নে আমার এ নির্বাচন ৷ প্রচারণায় আমি ব্যাপক সমর্থন পেয়েছি ৷  সুষ্ঠু নির্বাচন হলে শতভাগ আশাবাদী আমি বিপুল ভোটে নির্বাচিত হবো ইনশাল্লাহ্ ৷

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P