খায়রুল ইসলাম জুয়েল চিলাহাটি প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি শাখায় সোনালী ব্যাংক পিএলসির এটিএম ও সিআরএম
বুথের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এবং এই বুথে গ্রাহকরা ২৪ ঘন্টা লেনদেনের সুবিধা ভোগ করবে বলে জানিয়েছেন ব্যাংক কর্তৃপক্ষ।
সোমবার ১৯ জানুয়ারি সকাল ১১ টায় চিলাহাটি উত্তর সড়কে সোনালী ব্যাংক চিলাহাটি শাখার নিচে এই বুথের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এটিএম ও সিআরএম বুথের শুভ উদ্বোধন ঘোষণা করেন আমিনুল ইসলাম, রংপুর বিভাগীয় জেনারেল ম্যানেজার, জেনারেল ম্যানেজার'স অফিস রংপুর।
সোনালী ব্যাংক চিলাহাটি শাখার ব্যবস্থাপক ছাদেকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ), নীলফামারী জেলা শাখার লুৎফর রহমান।
ব্যাংক সুত্রে যানাযায়, নতুন এই বুথে স্থাপিত সিআরএম মেশিনের মাধ্যমে গ্রাহকেরা এখন থেকে টাকা জমা এবং উত্তোলন—উভয় সুবিধাই পাবেন। সপ্তাহের সাত দিন, ২৪ ঘণ্টা এই সেবা চালু থাকায় ব্যাংকিং লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে বলে সংশ্লিষ্টরা জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই সোনালী ব্যাংকের লক্ষ্য। চিলাহাটির মতো গুরুত্বপূর্ণ এলাকায় এটিএম ও সিআরএম বুথ চালু হওয়ায় স্থানীয় জনগণ, ব্যবসায়ী ও চাকরি জীবীরা উপকৃত হবেন। ভবিষ্যতেও গ্রাহকবান্ধব সেবা সম্প্রসারণে সোনালী ব্যাংক কাজ করে যাবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
পরিশেষে উপস্থিত গ্রাহকদের কাছ থেকে তাঁদের ব্যাংকিং সুবিধা ও অসুবিধার কথা সরাসরি শোনার পাশাপাশি গ্রাহকদের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সেবার মান আরও উন্নত করার আশ্বাস দেন ব্যাংক কর্তৃপক্ষ।