Friday, 05 December 2025, 03:56 PM

শতভাগ পাস ৩৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ৩৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শতভাগ।


আজ (বৃহস্পতিবার) সকাল ১০টায় প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা যায়।


চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ২৬ জুন। শেষ হয় ১৯ আগস্ট। এবারের পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী।


২০২৫ সালে জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী।

BSSN

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P