খায়রুল ইসলাম জুয়েল চিলাহাটি প্রতিনিধিঃ
উত্তরাঞ্চলের সুনানধন্য বেসরকারি সমাজ উন্নয়ন সংস্থা উত্তরা ফাউন্ডেশন এর ২৩তম সাধারণ সভা, মহাকর্মী সম্মেলন ও উত্তরা ফাউন্ডেশন পরিচালিত শিক্ষা কর্মসূচি কর্তৃক আয়োজিত ২০২৫ শিক্ষাবর্ষে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানটি গত ২৪ জানুয়ারী শনিবার উত্তরা ফাউন্ডেশন প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে । উত্তরা ফাউন্ডেশন নির্বাহী পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট জনাব শফিকুল ইসলাম সজল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রেয়াজুল ইসলাম কালু চেয়ারম্যান ১নং ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদ ও যুগ্ন আহবায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল নীলফামারী জেলা শাখা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রশিদুল ইসলাম রোমান চেয়ারম্যান ২নং কেতকী বাড়ি ইউনিয়ন পরিষদ, জনাব মোঃ আব্দুল কাদের অফিসার ইনচার্জ চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্র, জনাব মোঃ মিজানুর রহমান চৌধুরী উপজেলা সমবায় অফিসার ডোমার নীলফামারী, জনাব মোঃ মাহবুবুল আলম ওহাবুল সভাপতি চিলাহাটি প্রেসক্লাব,জনাব মোঃ আশরাফুল হক কাজল সাধারণ সম্পাদক চিলাহাটি প্রেসক্লাব জনাব মোঃ আব্দুল কাদের সমাজ সেবক চিলাহাটি, জনাব মোঃ মশিউর রহমান সহকারী প্রধান শিক্ষক কেতকী বাড়ী উচ্চ বিদ্যালয় ও ভাইস চেয়ারম্যান উত্তরা ফাউন্ডেশন নির্বাহী পরিষদ, বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ কবির হোসেন প্রধান সদস্য উত্তরা ফাউন্ডেশন নির্বাহী পরিষদ, সহকারী শিক্ষা অফিসার রাশেদুজ্জামান রাশেদ, এছাড়া আরো অন্যান্য অতিথিবৃন্দ সহ উত্তরা ফাউন্ডেশন এর কর্মকর্তাগণ সম্মানিত সদস্যগণ উত্তরা ফাউন্ডেশন শিক্ষা কর্মসূচির স্কুল-শিক্ষিকা গণ, ২০২৫ বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ও অভিভাবকগণ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন, অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন উত্তরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব মোঃ জামাল উদ্দিন আহমেদ জামান ।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব মোঃ জামাল উদ্দিন আহমেদ জামান তার বক্তব্যে জানান উত্তরা ফাউন্ডেশন ২০০৩ সনে দুইজন কর্মকর্তা দিয়ে শুরু হলে ও বর্তমানে স্থায়ী ও অস্থায়ী মিলে মোট ৫৫২ জন নারী পুরুষ উত্তরা ফাউন্ডেশনে কর্মরত, উত্তরা ফাউন্ডেশন নীলফামারী ও পঞ্চগড় জেলার আটটি উপজেলায় প্রায় ৩০ হাজার পরিবারের মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে, তিনি আরো জানান শিক্ষা স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নতি উত্তরা ফাউন্ডেশন এর মূলনীতি । উত্তরা ফাউন্ডেশন বর্তমানে শিক্ষা স্বাস্থ্য ও কনজ্যুমার প্রকল্প নিয়ে কাজ করে যাচ্ছে বর্তমানে পঞ্চগড় ও নীলফামারী জেলার তেতুলিয়া থেকে ডালিয়া পর্যন্ত ৪৫০ টি অস্থায়ী স্কুলে প্রায় ১৫ হাজার ৫০০ শিক্ষার্থীকে বিনামূল্যে পাঠদান ও ফ্রি উপকরণ বিতরণ করছে এই উদ্যোগ সর্ব মহলে প্রশংসিত হয়েছে । উত্তরা ফাউন্ডেশন এর পরিকল্পনা অনুযায়ী রংপুর বিভাগের অস্থায়ী ক্যাম্পাসে মোট তিন হাজার স্কুল চালু সহ চিলাহাটিতে একটি ডায়াবেটিক হাসপাতাল, একটি মাল্টিমিডিয়া স্কুল, একটি মাল্টিমিডিয়া মাদ্রাসা, একটি সুপার শপ চালু করার সিদ্ধান্ত রয়েছে এ প্রকল্প বাস্তবায়ন হলে ২০৩০ সালের মধ্যে উত্তরা ফাউন্ডেশনে পাঁচ হাজার নারী পুরুষের কর্মসংস্থান হবে । নির্বাহী পরিচালকের বক্তব্যের পর প্রধান অতিথি বিশেষ অতিথি ও অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে উত্তরা ফাউন্ডেশন এর কর্মকান্ডের উপর ভূওষি প্রশংসা করেন, এবং উত্তরা ফাউন্ডেশন এর পরিকল্পনা বাস্তবায়নে সকল সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন । বক্তাদের বক্তব্য শেষে ২০২৫ শিক্ষাবর্ষে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয় এবং বেতন ভাতা বৃদ্ধির চিঠি প্রদান সহ চারজন একাউন্টস অফিসার, দুইজন ম্যানেজার ও একজন এরিয়া ম্যানেজার কে পদোন্নতিপত্র প্রদান করা হয় এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে সভাপতি মহোদয়ের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সভাপতি ঘোষণা করা হয়।