Friday, 05 December 2025, 10:24 AM

উত্তরা প্রেসক্লাবের মানববন্ধন: সাংবাদিক তুহিন হত্যার নিন্দা ও...

গাজীপুরের চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যার ঘটনায় উত্তরা প্রেসক্লাব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় উত্তরা পূর্ব থানা ফটকের সামনে মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি।


মানববন্ধনে উত্তরা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্য উপস্থিত ছিলেন। তারা সাংবাদিক সাগর-রুনিসহ দেশের সকল সাংবাদিকদের ওপর সংঘটিত হত্যাকাণ্ড ও নির্যাতনের সুষ্ঠু বিচার দাবি করেন।


বক্তারা বলেন, সাংবাদিক জাতির চতুর্থ স্তম্ভ হলেও দেশে সাংবাদিকদের কোনো নিরাপত্তা নেই। দায়িত্ব পালনের সময় প্রকাশ্যে গলা কেটে হত্যার মতো ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা ও বাকস্বাধীনতার জন্য বড় হুমকি।


প্রেসক্লাবের নেতারা অভিযোগ করেন, এসব হামলা ও হত্যাকাণ্ডের যথাযথ বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “চুপ করে থাকলে আরও তুহিনদের রক্ত ঝরবে।”


মানববন্ধন থেকে শুধু সাংবাদিক নয়, সকল গণমাধ্যমকর্মী ও সংবাদপ্রেমী নাগরিকদের এসব হত্যাকাণ্ড ও নির্যাতনের প্রতিবাদে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। উত্তরা প্রেসক্লাব জানায়, তুহিন হত্যার দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সবাইকে সোচ্চার হতে হবে, নইলে ভবিষ্যতে আরও সাংবাদিকের প্রাণহানি ঘটবে।


উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা মসজিদ মার্কেট এলাকায় সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন শুক্রবার বাসন থানায় নিহতের বড় ভাই মামলা করেন।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P