Wednesday, 25 December 2024, 11:55 AM

ভক্তের সঙ্গে নাচেননি বলে মারও খেয়েছিলেন সাইফ

একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শর্মিলা ঠাকুর এবং ক্রিকেটার মনসুর আলী খান পতৌদির সন্তান বলিউড তারকা সাইফ আলী খান। শুক্রবার ৫৪তম জন্মদিন পালন করেছেন এই তারকা। বান্দ্রার বাসায় ঘনিষ্ঠ বন্ধু আর পরিবারের সঙ্গে দিনটি উদ্‌যাপন করেছেন সাইফ। বাবার জন্মদিনে শামিল হয়েছেন তাঁর বড় মেয়ে সারাহ আলী খান ও ছেলে ইব্রাহিম আলী খানও। সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিতে তাঁদের সঙ্গে দেখা গেছে সাইফ ঘরনি কারিনা কাপুরকেও।
সাইফ আলী খানের পুরো পরিবারই বলা চলে তারকা। তা সত্ত্বেও প্রচারের আলোতে থাকতে তেমনটা পছন্দ করেন না তিনি। অভিনয়ের পাশাপাশি গান এবং পড়াশোনায় বেশ আগ্রহ রয়েছে তাঁর। সে কারণে ভক্তের সংখ্যাও নেহাত কম নয়। আর তারকাদের জীবনে যেমন খ্যাতি আছে তেমনি আছে বিড়ম্বনাও। একবার এমনই এক বিড়ম্বনার মুখোমুখি হয়েছেন কারিনার স্বামী সাইফ।