বিডি নীয়ালা নিউজ(৪ই ফেব্রুয়ারী১৬)- বিনোদন ডেস্কঃ বিখ্যাত ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে জনপ্রিয় সংগীতশিল্পী ইমরানের গান ‘বলতে বলতে চলতে চলতে’ ১ কোটি বার দেখা হয়েছে। এতো কম সময়ে এতোবার কোনো বাংলা গানের ভিডিও দেখার নজির কমই আছে বাংলাদেশে।
ইউটিউবে ইমরান তার নিজস্ব চ্যানেলে ভিডিওটি আপলোড করেন গত বছরের ৫ এপ্রিল। এখন পর্যন্ত এটি দেখা হয়েছে ৬৬ লাখ ৮৭ হাজার ৩৩০ বার। একই চ্যানেলে গত বছরের ২০ জানুয়ারি আপলোড করা হয় ‘বলতে বলতে চলতে চলতে’র স্টুডিও সংস্করণ। সেখানে হিট পড়েছে ৩৩ লাখ ৭১ হাজার ৩৭৯ বার। সব মিলিয়ে ছাড়িয়ে গেছে এক কোটির ঘর।
ইউটিউবে ১ কোটি বার দেখা ভিডিওর শিল্পী হিসেবে উচ্ছ্বসিত ইমরান বলেন, ‘আমার মনে হয়, এটা একটা রেকর্ড। এই অর্জনের জন্য আমার ভক্ত ও দর্শক-শ্রোতাদের ধন্যবাদ জানাই।’
‘বলতে বলতে চলতে চলতে’ গানটি লিখেছেন শফিক তুহিন। সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান। তার তৃতীয় একক অ্যালবামে এই গানটি রয়েছে। ‘বলতে বলতে চলতে চলতে’ নামেই গত বছর সংগীতা থেকে প্রকাশিত হয় এটি। এর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আশিকুর রহমান। এতে ইমরানের সঙ্গে মডেল হন তানজিন তিশা।