মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধি: সারাদেশের ন্যায় পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস। "দুনিয়ার মজদুর এক হও, লড়াই কর" এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার বিভিন্ন শ্রমজীবী সংগঠন ও অঙ্গসংগঠনের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় চত্বরে গিয়ে শেষ হয় এবং সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, শ্রমিক নেতা, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:আব্দুল গনি বসুনিয়া, সভাপতি, বিএনপি দেবীগঞ্জ উপজেলা শাখা তোবারক হোসেন হ্যাপি, সাধারণ সম্পাদক, বিএনপি দেবীগঞ্জ উপজেলা শাখা হারুন অর রশিদ, সংগঠনিক সম্পাদক, বিএনপি দেবীগঞ্জ উপজেলা শাখা ও চেয়ারম্যান, ১নং চিলাহাটি ইউনিয়ন পরিষদএছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।বক্তারা শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন এবং শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন আজাদ বলেন,১৬ বছরেও নিজ অফিসের তালা খোলার ক্ষমতা রাখেনি—তাদের মুখে বড় বড় কথা মানায় না। যখন আপনাদের নেতাদের একের পর এক ফাঁসি দেওয়া হচ্ছিল, তখন দেবীগঞ্জে একটি মানববন্ধন করারও সাহস ছিল না আপনাদের। আর আজ বড় বড় গল্প শোনাচ্ছেন! জনগণ জানে আপনারা কারা। বিএনপি মুখে মার্কস পড়ে রাজনীতি করে না।”