Monday, 10 March 2025, 04:36 AM

১৭ মিনিটের ঝড়ে লন্ডভন্ড রোনালদোর আল নাসর, আবারও...

সৌদি সুপার কাপ
সৌদি সুপার কাপ ফাইনাল / ১৭ মিনিটের ঝড়ে লন্ডভন্ড রোনালদোর আল নাসর, আবারও চ্যাম্পিয়ন আল হিলাল
খেলা ডেস্ক
আল হিলালকে একের পর গোল করতে দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন আল নাসর অধিনায়ক রোনালদোএক্স
আল নাসর ১–৪ আল হিলাল
মাঠে নামার মুহূর্তে ট্রফিতে হাত বুলিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথমার্ধের বিরতিতে যাওয়ার ঠিক আগমুহূর্তে রোনালদোর গোলেই যখন আল নাসর এগিয়ে গেল, তখন মনে হচ্ছিল আগেই স্পর্শ পাওয়া ট্রফিটা তাঁরই হতে যাচ্ছে।
কিন্তু দ্বিতীয়ার্ধে রোনালদোর চোখে শর্ষে ফুল দেখিয়ে দিল আল হিলাল। ৫৫ থেকে ৭২—মাত্র ১৭ মিনিটের মধ্যে চার–চারটি গোল করে ফেলল তারা। ফাইনালে হঠাৎ খেই হারিয়ে লন্ডভন্ড হয়ে যাওয়া রোনালদোর আল নাসর হারল ওই ৪–১ গোলেই। তাতে সৌদি সুপার কাপে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো আল হিলাল।
গত বছরের ফাইনালে করিম বেনজেমা–এন'গোলো কান্তেদের আল ইত্তিহাদকে একই ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছিল আল হিলাল। সৌদি ফুটবল ইতিহাসের সফলতম ক্লাবটি এ নিয়ে পঞ্চমবারের মতো এই শিরোপা জিতল।
সৌদির দক্ষিণ–পশ্চিমাঞ্চলীয় শহর আবহার প্রিন্স সুলতান বিন আবদুলআজিজ স্টেডিয়ামে আজ সুপার কাপ ফাইনালের ৪৪ মিনিটের রোনালদোর গোলে এগিয়ে যায় আল নাসর। বক্সের জটলায় আবদুলরহমান ঘারিবের কাছ থেকে বল পেয়ে আলতো টোকায় ডান প্রান্ত দিয়ে বল জালে জড়ান পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। ট্রফিছোঁয়া দূরত্বে থেকেই বিরতিতে যায় তাঁর দল।
রোনালদোর গোলে এগিয়ে গিয়েছিল আল নাসরএক্স
কিন্তু বিরতির পর ম্যাচের মোড় খোলনচলে পাল্টে দেন আল হিলালের দুই সার্বিয়ান ফুটবলার সের্গেই মিলিনকোভিচ–সাভিচ ও আলেক্সান্দার মিত্রোভিচ। ৫৫ মিনিটে মিত্রোভিচের পাস থেকে সমতা ফেরান সাভিচ।
এরপর ৬ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ম্যাচটাকে রোনালদোদের নাগালের বাইরে নিয়ে যান মিত্রোভিচ। আর ৭২ মিনিটে আল নাসরের কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকম।
দলকে একের পর এক গোল খেতে দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন রোনালদো। এ বছর আল হিলালই তাঁকে সবচেয়ে বেশি যন্ত্রণা দিয়েছে।
আল হিলালের দুই সর্বিয়ান ফুটবলার সের্গেই মিলিনকোভিচ–সাভিচ ও আলেক্সান্দার মিত্রোভিচ দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরিয়ে দেনএক্স
গত মৌসুমে সৌদি প্রো লিগে আল হিলালের কাছেই শিরোপা হাতছাড়া হয়েছে রোনালদোর আল নাসরের। এরপর গত মে মাসে সৌদি কিংস কাপ ফাইনালেও একই প্রতিপক্ষের কাছে হেরে শিরোপাবঞ্চিত হতে হয়।
আজ আরেকবার ফাইনালে আল হিলাল বাধা টপকাতে ব্যর্থ হলেন রোনালদো। ফলে গত বছরের আগস্টে জেতা আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ ট্রফিটাই আল নাসরের হয়ে তাঁর একমাত্র শিরোপা হয়ে রইল।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P