Friday, 30 January 2026, 03:03 PM

২৪ এর গণঅভ্যুত্থানের আন্দোলনে নিহত শহীদ সাজু মিয়ার...

মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধি: ২৪ এর গণঅভ্যুত্থানে বিজিবির গুলিতে নিহত পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের মীর পাড়া শহীদ সাজু মিয়া বাড়ি 


পরিবারের মুখে দুবেলা খাবার তুলে দিতে নিজ গ্রামের বাড়ি চিলাহাটির মিরপাড়া ছেড়ে আয়ের জন্য শ্রমিকের কাজ করতেন ঢাকা গাজীপুর মাওনার একটি গার্মেন্টসে। ২৪ এর গণঅভ্যুত্থানে সবার মতো দেশের স্বার্থে সকলের সাথে যোগ দিয়েছিলেন আন্দোলনে। ৪ই আগস্ট আন্দোলনে থাকা অবস্থায় বিজিবি গুলিতে গুলিবিদ্ধ হয়ে টানা আট দিন ময়মনসিংহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় থেকে ১২ই আগস্ট মৃত্যুবরণ করেন। আজ তার মৃত্যুর ১ বছর হলো। নিহত সাজু ইসলাম পঞ্চগড় জেলা শ্রমিক অধিকার পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক ছিলেন। 

তাই মৃত্যুর ১ম শাহাদাৎ বার্ষকীতে তার কবর জিয়ারত করে সাজু ইসলামের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করে গণ অধিকার পরিষদের সহযোগী সংগঠন পঞ্চগড় জেলা  শ্রমিক অধিকার পরিষদ। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্রমিক অধিকার পরিষদ এর আসাদুজ্জামান নূর  আসাদ এর নির্দেশনায়।


আয়োজিত এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন , পঞ্চগড় জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, পঞ্চগড় জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মনিরুজ্জামান মনির, গণ অধিকার পরিষদের দেবীগঞ্জ উপজেলা শাখার আহবায়ক আবতাব ভূইয়া, ভারপ্রাপ্ত সদস্য সচিব  ইসরাফিল ইসলাম, যুব অধিকার পরিষদ দেবীগঞ্জ উপজেলার সভাপতি মাছুম ইসলাম সহ পঞ্চগড় জেলা ও  দেবীগঞ্জ উপজেলার গণ অধিকার পরিষদের নেতাকর্মী বৃন্দ।


পরে উপস্থিত নেতৃবৃন্দ দেশের বিভিন্ন বিষয় আলোচনা করে।  দলের নেতা কর্মিদের জন্য দোয়া চেয়ে।  নিহত সাজু মিয়ার  পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ভিপি নূরুল হক নূরের নির্দেশনায় পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P