Thursday, 26 December 2024, 10:21 AM

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ২০

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অন্তত ২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১৯ জনই রাজধানী ঢাকার এবং বাকি একজন অন্য বিভাগের। স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (১ জুন) সকাল আটটা থেকে বৃহস্পতিবার (২ জুন) সকাল আটটা পর্যন্ত ডেঙ্গু রোগে ওই ২০ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন এদের মধ্যে ১৯ ঢাকার। এ ছাড়া, দেশের বিভিন্ন হাসপাতালে আক্রান্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি থাকা রোগীদের মধ্য রাজধানীর ৪৭টি সরকারি–বেসরকারি হাসপাতালে আছেন ৫৩ জন। এবং দেশের অন্যান্য হাসপাতালে রোগী ভর্তি আছেন ৫২ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে ৩৮১ জন। 

SO/N