Sunday, 22 December 2024, 07:41 AM

৩০০’র বেশী বুক ডন দিয়ে সিক্স প্যাক বানাচ্ছেন...

বিডি নীয়ালা নিউজ(৩ই এপ্রিল১৬)-বিনোদন ডেস্কঃ ৩০৫, ৩০৬, ৩০৭ আরও একটা ৩০৮ একের পর এক এভাবে বুক ডন দিয়ে চলেছেন বলিউড কিং শাহরুখ খান।


উদ্দেশ্য একটা সিক্স প্যাক তৈরি করা। পরবর্তীতে নিজের পরিশ্রমের সেই ভিডিও শেয়ার করে তিনি জানিয়েছেন, এভাবেই তিনি তাঁর সিক্স প্যাক তৈরি করেন।


খুব বেশি ছবিতে সিক্স প্যাকে দেখা যায়নি তাঁকে। বলিউড পাড়ায় শরীরচর্চার জন্য সালমান বা হৃতিক যেভাবে পরিচিত, তাঁর খ্যাতি ততটাও নন।


তবে হ্যাঁ, নায়ক হতে গেলে প্রয়োজনীয় ফিটনেস তো লাগেই। আর টানা এতবছর যিনি বলিউড শাসন করে চলেছেন তাঁর ফিটনেস ও ডেডিকেশন নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু তাই বলে ৩০০ বার ডন। অবিশ্বাস করার কোন কারণও নেই। কেননা, ভিডিও যে তাই দেখাচ্ছে। ক্লান্তিতে নুয়ে পড়ছেন, কিন্তু ডন দেওয়া বন্ধ করছেন না। এই না হলে বাদশার মনের জোর!