Thursday, 26 December 2024, 10:26 AM

৬৪ বছরে দেশের কৃষি উন্নয়নের আলোকবর্তিকা

বাংলাদেশের কৃষি খাতে উন্নয়নের ধারায় যুগান্তকারী ভূমিকা রেখে চলেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। ১৯৬১ সালের ১৮ আগস্ট প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় আজ রোববার ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। দেশের কৃষি ক্ষেত্রে আধুনিক শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমের মাইলফলক হয়ে ওঠা বাকৃবি প্রথম থেকেই কৃষি উন্নয়নের অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়ে আসছে।

১২০০ একর বিস্তৃত এই ক্যাম্পাসে কৃষি শিক্ষার পাশাপাশি দেশীয় চাহিদা মেটানোর জন্য টেকসই ও বিজ্ঞানভিত্তিক চাষাবাদের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে। দেশের মানুষের খাদ্য ও পুষ্টিনিরাপত্তা রক্ষার বিষয়ে দেওয়া হয়েছে সর্বোচ্চ গুরুত্ব। এর পরিপ্রেক্ষিতেই কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, উন্নত প্রযুক্তির উদ্ভাবন এবং কৃষি সম্প্রসারণে নতুন নতুন দিগন্ত উন্মোচন করেছে বাকৃবি। শিক্ষক-শিক্ষার্থীর পরিশ্রমের ফসল এসব গবেষণা ও সাফল্য।