Sunday, 09 March 2025, 09:02 PM

৯ উইকেটের বড় জয় পেয়েছে রংপুর রাইডার্স

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) খুলনা টাইটানসের সর্বনিম্ন স্কোরের রেকর্ড গড়া ম্যাচে ৯ উইকেটের বড় জয় পেয়েছে রংপুর রাইডার্স। আজ রংপুর রাইডর্সের সাথে মাত্র ৪৪ রানে অলআউট হয়েছে তারা। দলের হয়ে সর্বোচ্চ ১২ রান আসে শুভাগত হোমের ব্যাট থেকে।

বাকি ব্যাটসম্যানদের কেউ আর ২ অংকের ঘরে প্রবেশ করতে পারেনি। রংপুরের হয়ে ১২ রানে ৪টি উইকেট দখল করেন শহিদ আফ্রিদি। আর ২ ওভারে কোন রান না দিয়েই ৩টি উইকেট দখল করেন আরাফাত সানি। ৪৫ রানের জয়ের লক্ষ্যে মাঠে নেমে ১২ ওভার হাতে রেখেই মাত্র ১ উইকেট হারিয়ে বিশাল জয় তুলে নেয় রংপুর। চলতি টুর্ণামেন্টে এটি তাদের দ্বিতীয় জয়। ফলে দলটি ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে।

এর আগে আজ বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠান রংপুর দলপতি নাঈম ইসলাম। দু’দলই নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নেয়। আগের ম্যাচে স্যামি-সাব্বিরের রাজশাহী কিংসের বিপক্ষে ৩ রানের রোমাঞ্চকর জয় পায় খুলনা। দিনের দ্বিতীয় ম্যাচে তামিমের চিটাগং ভাইকিংসের দেয়া ১২৫ রানের সহজ লক্ষ্যটা ৯ উইকেট ও পাঁচ ওভার হাতে রেখেই টপকে যায় রংপুর।

নিজেদের ইনিংসে সৌম্য সরকার ১৩ ও মোহাম্মদ মিথুন ১৫ রানে অপরাজিত ছিলেন। দলীয় ১৬ রানের মাথায় আউট হন আগের ম্যাচে ৮০ রানের অপরাজিত ইনিংস খেলা মোহাম্মদ শাহজাদ (১৩)। একমাত্র উইকেটটি নেন জুনাইদ খান। বিপিএল ইতিহাসের সর্বনিম্ন স্কোরে অলআউট হওয়ার লজ্জায় ডোবে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। আফ্রিদি-সানির স্পিন ঘূর্ণিতে ৯.২ ওভার বাকি থাকতেই গুটিয়ে যায় তাদের ইনিংস। গতবছর সিলেট সুপার স্টারসের বিপক্ষে ৫৮ রানে অলআউট হওয়ার অমর্যাকর রেকর্ড গড়েছিল বরিশাল বুলস।

খুলনার হয়ে সর্বোচ্চ ১২ রান আসে শুভাগত হোমের ব্যাট থেকে। আর কেউই দুই অঙ্কের ঘরে পৌছাতে পারেননি। মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক মাহমুদউল্লাহ। আফ্রিদি-সানির বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণই করে মাহমুদউল্লাহ রিয়াদের দল। ১০.৪ ওভারেই অলআউট। ভাবা যায়! ৩ ওভারে ১২ রান খরচায় চারটি উইকেট দখল করেন আফ্রিদি। পাকিস্তান আইকনকে ছাপিয়ে উঠে আসছে টাইগার স্পিনার সানির নাম। ২.৪ ওভার বোলিং করে কোনো রান না দিয়েই তিনটি উইকেট দখল করেন তিনি। মোহাম্মদ আসগরকে বোল্ড করে খুলনার ইনিংসের ইতি টানেন তিন উইকেট শিকারি সানি।

ইনিংসের প্রথম ওভারেই রংপুরকে প্রথম ব্রেকথ্রু এনে দেন সোহাগ গাজী। ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরেন নিকোলাস পুরান (০)। সতীর্থদের সাফল্যে পরে আর বোলিংয়ে দেখা যায়নি তাকে। গাজীর থ্রোতেই রান আউট হন আরেক ওপেনার আব্দুল মজিদ (৬)। আর মাহমুদউল্লাহকে এলবিডব্লুর ফাঁদে ফেলে খুলনার তৃতীয় উইকেটের পতন ঘটান ইংলিশ পেসার রিচার্ড গ্লিসন।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P