Sunday, 22 December 2024, 01:47 PM

আবদুল গফুরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ডেস্ক রিপোর্টঃ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের অফিস সহকারী শেখ মো. আবু সাঈদের পিতা আব্দুল গফুর বার্ধক্যজনিত অসুস্থ্যতার কারণে আজ ভোরে রাজধানীর কামরাঙ্গীরচরের বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃুত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
মরহুম আবদুল গফুর তার স্ত্রী, এক ছেলে, চার মেয়েসহ আত্মীয়-স্বজন ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার ধানমিন্ড কার্যালয়ের অফিস সহকারী শেখ মো: আবু সাঈদের পিতা আবদুল গফুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোকবার্তায় শেখ হাসিনা প্রয়াত গফুরের বিদেহী আত্মার শান্তি কামনা এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেনা জানান।
আজ বাদ-জোহর কামরাঙ্গীরচরের একটি মসজিদে নামাজে জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে।

বি/এস/এস/এন