Saturday, 12 April 2025, 05:43 PM

আছিয়া ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন...

কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: মাগুরার শিশু আছিয়াসহ সম্প্রতি সারাদেশে ঘটে যাওয়া ধর্ষণ, খুন, নারী নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে নীলফামারী কিশোরগঞ্জে এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালিত হয়েছে। আজ (মঙ্গলবার, ১১ মার্চ) দুপুর ৩ টায় শহরের  কবি নজরুল বিদ্যাপিঠের সামনে কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় ছাত্র জনতা প্রতিবাদী ব্যানার, ফেস্টুন নিয়ে প্রায় ঘণ্টাব্যাপী দাড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন।


এছাড়া উপস্থিত ছাত্র-জনতা ধর্ষণের শিকার হওয়া মাগুরার শিশু আছিয়ার ন্যায় বিচারের দাবিতে নানা শ্লোগান দেন। মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি  নিশ্চিত করতে বেশি সময় ক্ষেপণের দরকার নেই। প্রয়োজনে দেশের আইন সংস্কারের মাধ্যমে দ্রæত রায় কার্যকরের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।


কর্মসূচিতে উপস্থিত ছিলেন সামাজিক সংগঠক আব্দুল কাইয়ুম, ছাত্র ছাত্রীদের মধ্যে সেঁজুতি আক্তার, জান্নাতুল ফেরদৌসী,মারীয়া আক্তার মিম, সোহাগ ইসলাম,  উম্মে নিশাত,দানবির আহমেদ, আরমান আসিফ প্রমুখ। পরে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি হকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। 

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P