মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধি; পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় "ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট" প্রকল্পের আওতায় উপজেলার মৎস্য খামারিদের মাঝে মাছ চাষে ব্যবহৃত বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
৮ মে ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার দুপুর ৩টায় উপজেলা মৎস্য অফিস চত্বরে খামারিদের মাঝে এই উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রথম ধাপে ১৭ জন প্রদর্শনী খামারিদের মাঝে বিভিন্ন প্যাকেজের উপকরণ প্রদান করা হয়। বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল উন্নতমানের মাছের খাদ্য, খৈল, সার, চুন, প্রোবায়োটিক ও সাইনবোর্ড ইত্যাদি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মন।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, “জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় পরিবেশবান্ধব ও টেকসই মৎস্য চাষের ওপর গুরুত্ব দিতে হবে। সরকার সবসময় খামারিদের পাশে রয়েছে।”
এ সময় প্রকল্পভুক্ত মৎস্য খামারিরাও উপস্থিত ছিলেন। উপকরণ পেয়ে তারা আনন্দ প্রকাশ করেন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষে আরও সাফল্য অর্জনের আশা ব্যক্ত করেন।