Sunday, 09 March 2025, 08:13 AM

আগাম তরমুজে ভরপুর সিরাজগঞ্জের হাট-বাজার

জি,এম স্বপ্না, সিরাজগঞ্জ প্রতিনিধি: মৌসুমী ফলের আরেক নাম তরমুজ।সুস্বাদু,রসালো ফল খেতে কার না মন চায়।সাধারনত এপ্রিল -মে মাস জুড়ে চলে তরমুজের ভরা মৌসুম।তবে ফেব্রুয়ারীর শেষে বা মার্চের শুরুতেও বাজারে কিছু আগাম তরমুজ আসে।


শীতের আমেজ শেষ হয়ে ধীরে ধীরে গরম পড়তে শুরু করেছে। এরই মধ্য শুরু হয়েছে মাহে রমজান। রমজানের সময় ইফতারে জনপ্রিয় রসালো ফল তরমুজ সবার কাছেই পছন্দের।ইফতারে খাদ্য তালিকায় অন্যান্য ইফতারীর সাথে মুখরোচক ফল তরমুজ সবাই রাখতে চান।তাই তো রমজানে কদন বেড়েছে তরমুজের।সব মিলে রমজানের প্রারম্ভেই সলঙ্গার হাট-বাজারে তরমুজ ওঠা শুরু করেছে।ইফতারপুর্ব মুহুর্তে হাঁকডাক করে বেচাকেনা করছে বিক্রেতারা।


বিক্রেতারা জানান,সপ্তাহ খানেক ধরে বাজারে আসতে শুরু করেছে তরমুজ।বর্তমানে সিরাজগঞ্জের ৯ উপজেলাসহ প্রত্যন্ত এলাকার হাট- বাজারগুলোতে আগাম তরমুজে ভরে গেছে।এ সব হাট-বাজারগুলোতে প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকা দরে।বাজারে তরমুজ সরবরাহ মোটামুটি।সামনে হয়ত আরও বাড়বে।বিক্রেতারা আরও জানান, বর্তমানে বাজারে যে তরমুজ বিক্রি হচ্ছে, তা আকারে ছোট ও মাঝারি।এগুলো ওজনে ৩-৪ কেজির মত।সলঙ্গা বাজারের তরমুজ বিক্রেতা মজনু,মানিক,ভুট্ট,আলম জানিয়েছেন,এখনও সলঙ্গায় তরমুজের বাজার জমে ওঠেনি।সবেমাত্র গরম আর  রোজা শুরু।


উপজেলার উল্লাপাড়া,তাড়াশ, শাহজাদপুর, বেলকুচি,রায়গঞ্জসহ বিভিন্ন হাট ঘুরে এমনটাই জানা গেছে।তবে রমজানে তরমুজের দোকানে অপেক্ষাকৃত ভীড় বেশি।দরদাম করে তরমুজ নিয়েই ঘরে ফিরছেন ক্রেতারা।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P