মাহফুজ মণ্ডল, উত্তরা, ঢাকা থেকেঃ কবিতায় উদ্বেলিত, কবিতায় ব্যাপ্ত এক দ্যুতিময় নাম। ভালোবাসা ও উদ্ভাসের কবি তিনি। জন্মদিনের কবির প্রতি আমাদের শুভেচ্ছা ও অভিনন্দন।
বাবুল আনোয়ারের জন্ম ১৯৬০ সালের ২৬ ডিসেম্বর দেশের উত্তরাঞ্চলীয় নীলফামারী জেলায়। কিশোরগজ্ঞ উপজেলার বড়ভিটা গ্রামে। পিতা ছোবহান উদদীন আহমেদ,মা আম্বিয়া বসুনিয়া ও খোদেজা শাহ। শৈশব থেকে তিনি সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়ানুরাগী হিসাবে বিশেষভাবে পরিচিত।
আশি দশকের শুরুতে সক্রিয়ভাবে তার লেখালেখি শুরু। এক সময়ের সাংবাদিক পরবর্তীকালের মেধাবী ও জনপ্রিয় শিক্ষক তিনি। মূলত কবিতাই তার লেখালেখির প্রধান বিষয়। গত কয়েক বছর ধরে তিনি প্রবন্ধ ও শিশুতোষ গল্প লিখেও দক্ষতার পরিচয় দিয়েছেন। কবিতায় ইতোমধ্যে সৃষ্টি হয়েছে তার নিজস্ব আদল । প্রচন্ড জীবনবাদী এই কবির কবিতায় প্রকাশ ও ভাবের সহজাত গতিময়তা বিশেষভাবে লক্ষ্যনীয়। জীবন ও জগতকে তিনি প্রত্যক্ষ করেন তীক্ষ্ণ দৃষ্টি ও মানবিকতার গভীর আর্তিতে। নানা অভিজ্ঞতা, অনুরাগ, আনন্দ – বেদনা, অন্তর্লীন আর্তনাদ তার কবিতায় ধ্বণিত হয় নানাভাবে। ভালোবাসার সুভীর প্রত্যয় তার সৃষ্টিকে করে বৈচিত্র্যময় ও হৃদয়স্পর্শী। তাই তার কবিতায় উচ্চারিত হয় আশাবাদের সুগভীর প্রত্যয়ঃ
‘ আমরা আবার ফিরে যাবো চন্দনপুরে আমরা আবার ফিরে পাবো ফুল ও ফসলের নন্দিত উৎসব
মাটির ভালোবাসা আমাদের লালন করবে
ভোরের সূর্য ছড়াবে উত্তাপ
নীলকণ্ঠ পাখিরা দেবে ‘গার্ড অব অনার’
( ফিরে যাওয়া, তবুও রয়েছি জেগে)।
তার ‘ ভালোবাসার লিরিক ‘ গ্রন্হ সম্প্রতিকালে অনেক জনপ্রিয় এক কবিতা সিরিজ। দুই/একটি লিরিক উল্লেখ করলে তা সহজেই পরিস্ফুটিত হয়ঃ
* তোমার চোখে স্বপ্ন দেখি
তোমার চোখে নীল
তোমার চোখে মুগ্ধ দুপুর
দুরন্ত গাঙচিল।
(ভালোবাসার লিরিক -১)
* স্টেশনে মুগ্ধ বিকেল
তোমার সাথে দেখা
বাজলো বাঁশি ছুটলো ট্রেন
আবার হলাম একা।
( ভালোবাসার লিরিক-২)
* একদিন চলে যাবো
নদীর মতো একা
একদিন কোনদিন
আর হবে না দেখা।
(ভালোবাসার লিরিক-৩)
১৯৯১ সালে প্রথম তার প্রথম কবিতা গ্রন্হ ‘তবুও রয়েছি জেগে’ প্রকাশের পর তা পাঠক ও সুধি মহলে সাড়া জাগায়। তার রচিত অনান্য গ্রন্হের মধ্যে রয়েছে ঃ সুবর্ণ শৃঙ্খল (কবিতা) ১৯৯৭, জানালায় দাঁড়িয়ে নদী (কবিতা) ২০০৮,২০১৭,২০২০, চোখ জুড়ে ভোরের আকাশ (কবিতা) ২০১৯, কর্ষিত কালের আধার (কবিতা) ২০২০, ভালোবাসার লিরিক -১, ২০১৭,ভালোবাসার লিরিক -২, ২০১৮,ভালোবাসার লিরিক- ৩, ২০২০, জোছনায় অবগাহন(উপন্যাস) ২০২০, শিক্ষা ব্যবস্হাপনা বিষয়াদি প্রভূতি।