Sunday, 22 December 2024, 01:54 PM

আজ কবি খন্দকার আশরাফ হোসেনের ৬৬ তম জন্মবার্ষিকী

বিডি নীয়ালা নিউজ(৪জানুয়ারি১৬)-অনলাইন প্রতিবেদন: আজ ৪ জানুয়ারি সোমবার। বিখ্যাত কবি প্রোফেঃ খন্দকার আশরাফ হোসেনের ৬৬তম জন্মবার্ষিকী আজ।১৯৫০ সালের এই দিনে তিনি জামালপুর সদর উপজেলার জয়নগর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজীতে বিএ ডিগ্রী এবং ১৯৭১ সালে এমএ ডিগ্রী উপার্জন করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজী বিভাগের প্রোফেসর এবং চেয়ারম্যান পদে দায়িত্বরত ছিলেন।

তার বিখ্যাত কবিতাসমূহঃ পার্থ তোমার তীব্র তীর, সুন্দরী ও ঘৃণার ঘুঙ্গুর, যমুনা পর্ব, জন্ম বাউল, তোমার নামে বৃষ্টি নামে, আয়না দেখে অন্ধ মানুষ ইত্যাদি।

পদকসমূহঃ তার অর্জিত পদকসমূহ- আলাওল লিটারেসি প্রাইজ, ওয়েস্ট বেঙ্গল লিটল মেগাজিন এওয়ার্ড, জীবনান্দ পুরষ্কার ইত্যাদি।

কবি ১৯১৩ সালের ১৬ই জুন ৬৩ বছর বয়সে ঢাকাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।