দুর্গাপূজা উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে টানা চার দিনের ছুটি। সাপ্তাহিক ছুটি মিলিয়ে বুধবার (১ অক্টোবর) থেকে শনিবার (৪ অক্টোবর) পর্যন্ত ছুটিতে রাজধানী ছাড়তে শুরু করেছেন অনেকে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত থেকেই গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে ভিড় করেন দূরপাল্লার যাত্রীরা। কাউন্টারগুলোতে টিকিটের জন্য ছিল দীর্ঘ লাইন। বাস মালিকেরা জানিয়েছে, যাত্রীদের সেবা দিতে অতিরিক্ত বাস ছেড়েছেন তারা।
জানা গেছে, ১ অক্টোবর (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি, ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমীর ছুটি এবং ৩ ও ৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে মোট চার দিন ছুটি উপভোগ করবেন কর্মকর্তা-কর্মচারীরা।
তবে কিছু বেসরকারি প্রতিষ্ঠানে শনিবার অফিস চালু থাকবে। ফলে সেসব প্রতিষ্ঠানের কর্মীরা টানা চার দিনের বদলে তিন দিনের ছুটি পাবেন। তবে জরুরি সেবাগুলো ছুটির বাইরে রাখা হয়েছে। বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন-ইন্টারনেট, ডাকসেবা ও সংশ্লিষ্ট খাতে কর্মরতরা নিয়মিত দায়িত্ব পালন করবেন।
একইভাবে চিকিৎসক, নার্স, হাসপাতাল ও ওষুধ সরবরাহ কার্যক্রমও চালু থাকবে। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ২৬ সেপ্টেম্বর থেকেই ছুটিতে রয়েছে।
jugN