Tuesday, 11 March 2025, 05:27 AM

আক্তার হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ডেস্ক রিপোর্টঃ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিয়া আক্তার হোসেন ছানুর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।


আজ মঙ্গলবার এক শোক বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।


আক্তার হোসেন মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামসী গ্রামের বাসিন্দা ছানু মিয়া ক্রীড়া ও যুব সংগঠক ছিলেন।


এছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এক শোক বিবৃতিতে যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন ছানুর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।


বি/এস/এস/এন

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P