Sunday, 22 December 2024, 09:29 AM

আমিরাবাদ সৈয়দ পাড়া শাহসূফী সৈয়দ ফতেহ আলী (রহ:)...

এম ডি বাবুল সি:বি:প্রতিনিধি: আমিরাবাদ সৈয়দপাড়া কুতুবুল ইরশাদ রাসুলেনোমা পীর শাহ সূফী সৈয়দ ফতেহ আলী রহ: এর ফাতেহা শরীফ  উপলক্ষে মিলাদ, যিকির,আলোচনা, ও দোয়া, মাহফিল অনুষ্টিত।


২৮ শে নভেম্বর বৃহস্পতিবার  বাদে মাগরীব রাসুলেনামো পীর 

শাহসূফী সৈয়দ ফতেহ আলী (রহ:) জন্মভুমি সৈয়দবাড়ীর সৈয়দ ইব্রাহিম শাহ আল মাদানী রাহ:মাজার মাঠ প্রাঙ্গনে যিকির আলোচনা দোয়া মাহফিলটি অনুষ্টিত হয়।


এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব  হযরত শাহসূফী মোহাম্মদ আব্দুল হাকিম,(খাজা হাবীব)

নকশেবন্দী,মোজাদ্দেদী চিশতী আল-কাদেরী (মা: জি: আ:)


মাহফিলে পরিচালনায় ছিলেন সৈয়দ মোহাম্মদ জাহাঙ্গীর আলম,সার্বিক সহযোগিতায় রাসুলেনামো পীর শাহসূফী সৈয়দ ফতেহ আলী রহ:আওলাদগণ।


সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে মাহফিলটি অনুষ্টিত হয়েছে।


উপদেষ্টাদের মাঝে উপস্থিত ছিলেন জনাব, ডাঃ পারভেজ সাজ্জাদ সাহেব, আমিরাবাদ লোহাগাড়া চট্টগ্রাম।জনাব, আনিছুর রহমান সাহেব,আমিরাবাদ লোহাগাড়া চট্টগ্রাম। জনাব, শেখ মোহাম্মদ সাহেব, বোয়ালখালী চট্টগ্রাম। জনাব, আনোয়ার হোসেন সাহেব,   আমিরাবাদ লোহাগাড়া চট্টগ্রাম।এসময় আমিরাবাদ সৈয়দ পাড়ার সচেতন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন