Monday, 10 March 2025, 03:46 AM

আন্তর্জাতিক কবিতা সম্মেলনে ড. জাহাঙ্গীর আলম রুস্তম কে...

কাওছার হামিদ, কিশোরগঞ্জ, (নীলফামারী) প্রতিনিধি: বাংলাদেশ ইকরা ফাউন্ডেশনের আয়োজনে ঢাকায় রোববার আন্তর্জাতিক কবিতা সম্মেলন-২০২২ ইকরা ফাউন্ডেশন বাংলাদেশের কার্যনির্বাহী পরিচালক ও পরিবেশ বিজ্ঞানী ড. জাহাঙ্গীর আলম রুস্তমকে বিশ্বসেরা কবির সম্মানণা স্বারক-২০২২১ প্রদান করেন। উক্ত সম্মেলনে আর্ন্তজাতিক পর্যায়ের বিভিন্ন দেশের কবি, সাহিত্যিকগণ উপস্থিত ছিলেন।

ড. জাহাঙ্গীর আলম রুস্তম নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া মন্ডলবাড়ী গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও অনলাইন নিউজ পোর্টাল বিডি নীয়ালা নিউজের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলামের বড় ছেলে।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P