আন্তর্জাতিক রিপোর্ট : জব হ্যারি মেট সেজল’ প্রচারে সোমবার ভারতের বারাণসী গিয়েছিলেন ছবিটির নায়ক শাহরুখ খান, নায়িকা আনুশকা শর্মা ও পরিচালনক ইমতিয়াজ আলি। আর সেখানে গিয়েই পুরো বারাণসী কায়দায় বানানো পান খেয়ে বাসিন্দাদের জন্য একাত্মতা প্রকাশ করেছেন তারা।
বারাণসীর বিশেষত্ব, বৈচিত্র্য রয়েছে নানা ধরনের মিষ্টি, দুগ্ধজাতীয় খাদ্য, সেখানকার পানে। বারাণসীর রাস্তায় ঘুরতে ঘুরতে স্থানীয় এক পান বিক্রেতার স্টলের সামনে আচমকাই দাঁড়িয়ে যান বাদশা। তারপর স্বাদ নেন শহরের অন্যতম আকর্ষণের। ছবিতে দেখা যাচ্ছে, শাহরুখের মুখে বানানো পান তুলে দিচ্ছেন ছবির সহশিল্পী আনুশকা শর্মা।
প্রসঙ্গত, ‘জব হ্যারি মেট সেজন’ পান খেয়েছেন, সেটা প্রায় ৭০ বছরের পুরনো। সেখানকার বিশেষত্ব ঠাণ্ডা মিষ্টি পান। আর সেটারই স্বাদ নিলেন কিং খান।
ব/দ/প