বিডি নীয়ালা নিউজ(২৬ই মার্চ১৬)-বিনোদন ডেস্কঃ ফের একসঙ্গে আরিয়ান-নভ্যা।লন্ডনে তাঁদের পার্টির ছবি ফের প্রকাশ্যে।
মাঝে শাহরুখের ছেলের সঙ্গে অমিতাভের নাতনির প্রেমের গুঞ্জন একেবারে চাপা পড়ে গিয়েছিল। কিন্তু ফের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একসঙ্গে পার্টি করেছেন এই দুই বন্ধু। স্টানিং নভ্যার পাশে গর্জিয়াস আরিয়ান যেন একে অন্যকে কমপ্লিমেন্ট দিচ্ছেন। এই ছবি প্রকাশ পাওয়ার পর ফের বি-টাউনে তাঁদের সম্পর্ক নিয়ে শুরু হয়েছে গুঞ্জন।
ইংল্যান্ডে এখন কেরিয়ার তৈরিতে ব্যস্ত দু়’জনেই। তবে ক’দিন আগে ইনস্টাগ্রামে শেয়ার করা অন্য একটি ছবিতে এক ব্রিটিশ বন্ধুর সঙ্গে বেশ ঘনিষ্ঠভাবে বসে থাকতে দেখা গিয়েছিল নভ্যাকে।
অনেকেই বলেছিলেন, ওই বন্ধুর সঙ্গেই নাকি ডেটিং করছেন নভ্যা। কয়েক দিন আগে বন্ধুদের সঙ্গে তাজমহল বেড়াতেও গিয়েছিলেন শ্বেতা-কন্যা। সেই গ্রুপেও নভ্যার সঙ্গে ছিলেন তাঁর এই বিশেষ বন্ধু! তবে আরিয়ানের সঙ্গে নভ্যার পার্টির ছবি প্রকাশ্যে আসার পরই বন্ধ হয়েছে সেই জল্পনা।