Thursday, 24 July 2025, 05:46 PM

আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে নীলফামারীতে র‌্যালি ও আলোচনা...

বিডি নীয়ালা নিউজ(৮ই মার্চ১৬)- আসাদুজ্জামান সুজন(নীলফামারী প্রতিনিধি):  র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে নীলফামারীতে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে জেলা প্রশাসক মো. জাকীর হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

পরে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ‘অধিকার, মর্যদা নারী-পুরুষ সমানে সমান’ প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুরুন্নহার শাহজাদীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন।

FB_IMG_14574277

এসময় অন্যানের মধ্যে বক্তৃতা দেন পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ জেড এম এরশাদ হাবিব, সিভিল সার্জন ডা. আব্দুর রশীদ, জাতীয় মহিলা সংস্থা নীলফামারীর চেয়ারম্যান রাবেয়া আলিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী, সদর উপজেলা পরিষদের নারী ভাইস-চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, নারী নেত্রী অধ্যাপক শামীমা রহমান প্রমুখ।

এদিকে, একই সময় নীলফামারী পৌরসভা মিলনায়তনে পৌরসভা নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির আয়োজনে আলোচনা সভায় বক্তৃতাদেন পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ। কর্মসূচি বাস্তবায়নে সরকারি-বেসরকারি ও বিভিন্ন এনজিও অংশগ্রহণ করে।

 

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P