Friday, 05 December 2025, 02:54 PM

আসন্ন নির্বাচনে ভুয়া তথ্য মোকাবেলায় সিআইডি-টিকটকের কাঠামোবদ্ধ সমন্বয়ের...

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভুয়া তথ্য বা গুজব (misinformation/disinformation) মোকাবেলায় কাঠামোবদ্ধ সমন্বয় জোরদারের লক্ষ্যে সিআইডি ও টিকটকের প্রতিনিধি দলের  সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সিআইডি সদর দপ্তরে টিকটকের দুবাইস্থ প্রতিনিধি দলের সঙ্গে সভায় সভাপতিত্ব করেন সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ। উপস্থিত ছিলেন সাইবার ইন্টেলিজেন্স, অপরাধ তদন্ত, সাইবার সুরক্ষা ও ডিজিটাল ঝুঁকি ব্যবস্থাপনাুসংশ্লিষ্ট কর্মকর্তারা। টিকটকের পক্ষে উপস্থিত ছিলেন সোহাইব খান, ফেরদৌস মুত্তাকিন ও আদিল শাহ।

সভায় বেআইনি ও ক্ষতিকর কনটেন্ট দ্রুত টেকডাউনের লক্ষ্যে বাংলাদেশ পুলিশ ও টিকটকের মধ্যে একটি আনুষ্ঠানিক কমিউনিকেশন চ্যানেল এবং এসকেলেশন সিস্টেম চালুর ওপর গুরুত্ব দেয়া হয়। ভুয়া তথ্য, পর্নোগ্রাফি, জুয়ার বিজ্ঞাপন, সাইবার বুলিং ও প্রতারণামূলক রিক্রুটমেন্ট ভিডিও দ্রুত অপসারণে বিদ্যমান ব্যবস্থা আরও শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় হয়।

নির্বাচনকে সামনে রেখে সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) কর্তৃক ২৪/৭ সাইবার পেট্রোলিংয়ের কার্যকারিতা বৃদ্ধিতে টিকটকের সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। কিশোর ব্যবহারকারীদের সুরক্ষায় ইনঅ্যাপ সতর্কবার্তা, সেফটি ক্যাম্পেইন ও অভিভাবক সচেতনতা বাড়ানোর প্রস্তাব তোলা হয়। ডিপফেকসহ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) নির্ভর বিভ্রান্তিকর কনটেন্ট দ্রুত শনাক্তে বিশেষ প্রটোকল চালুর বিষয়েও আলোচনা হয়।

ল এনফোর্সমেন্ট রিকুয়েস্ট সংক্রান্ত তথ্য পেতে বিলম্ব হওয়ায় সিআইডি উদ্বেগ জানায় এবং দ্রুত, নির্ভরযোগ্য ও সময়সীমাবদ্ধ ডেটা প্রদানে স্পষ্ট গাইডলাইন প্রণয়নের অনুরোধ করে।

সভা শেষে উভয় পক্ষ নিরাপদ ডিজিটাল পরিবেশ গঠনে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।

BSSN

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P