Friday, 05 December 2025, 02:07 PM

আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে লোহাগাড়া উপজেলা...

এম ডি বাবুল:  আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন লোহাগাড়া কর্তৃক প্রস্তুতিমূলক সভা অদ্য বিকাল ৫ ঘটিয়কায় ১৭/০৯/২০২৫ইং,রোজ বধুবার,উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।


 সভায় উপজেলা নির্বাহী অফিসার জনাব সাইফুল মহোদয় এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন লোহাগাড়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মেজর আহসানুল করিম রাঈম,লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ জনাব আরিফুর ইসলাম মহোদয়,উপজেলার সকল কর্মকর্তা মহোদয়সহ পূজা উদযাপন পরিষদ এর সভাপতি রাজু ধর(রাজ),সহ সভাপতি প্রিয়তোষ চৌধুরী,সহ সভাপতি স্বপন কুমার সুশীল,সাধারণ সম্পাদক সুজন কান্তি নাথ,যুগ্ন সাধারণ সম্পাদক রনি দাশ,অর্থ সম্পাদক বিটু,সকল ৫১ বিশিষ্ট  নেতৃবৃন্দ উপস্থিতিতে ৯টি ইউনিয়নের ৬৯টি প্রতিমা ৪৩টি ঘটসহ মোট১১২টি পূজা কমিটির  সভাপতি/ সাধারণ সম্পাদকসহ ব্যক্তিবর্গ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ব্যক্তিবর্গসহ অন্যান্য ব্যক্তিবর্গ। 


সভায় ধর্ম,বর্ণ,গোত্র নির্বিশেষে সকলে মিলে শারদীয় দুর্গাপূজা যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতা সুন্দর পূজা উপহার কামনা করা হয়। আয়োজনেঃ লোহাগাড়া উপজেলা প্রশাসন,চট্টগ্রাম।   তারিখঃ ১৭।০৯।২০২৫ইং রোজ বধুবার, লোহাগাড়া,চট্টগ্রাম।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P