Friday, 05 December 2025, 03:03 PM

আত্রাইয়ে দূর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে সদর পাঁচুপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে  শনিবার (২৭ সেপ্টম্বর) সকাল ১১ টায়  ইউনিয়ন পরিষদ চত্বরে আসন্ন শারর্দীয় দূর্গোৎসবকে সামনে রেখে উপজেলার হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় সভাপত্বি করেন পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক মোঃ খবিরুল ইসলাম। সভাপতি তাঁর বক্তব্যে বলেন, এলাকায় সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন এবং দূর্গাপূজা  সুষ্ঠ  এবং নিরাপত্তায় সম্পন্ন  করতে  প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিশ্চিত করার আশ্বাস দেন।তিনি আরো বলেন,ধর্মীয় উৎসব শুধু উপাসনার-ই সময় নয়, এটি সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরো সুদৃঢ করারও সময়।


সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা আমাদের সমাজের শান্তি ও সম্প্রীতির মূল ভিত্তি। এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনইউপি সদস্য  আবুল কালাম আজাদ, ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক কামাল উদ্দিন টগর,সার্বজনীন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী বরুন কুমার, মানবাধিকার কর্মী স্বপন কুমার ও এ্যাডঃ সনৎ কুমার,হিন্দুঐক্য ফ্রন্ড এর সভাপতি উত্তম কুমার, উজ্জল কুমার বৈরাগী,ইউনিয়ন পরিষদ সচিব মোঃ জহুরুল ইসলাম, সহকারী সচিব শ্রী বিপ্লব কুমার, সংরক্ষিত মহিলা সদস্য পিয়ারা বেগমসহউপজেলার ৫১টি পূজা মন্ডবের সভাপতিও সাধারণ সম্পাদক, প্রিন্ট ও ইলেকট্রি মিডিয়ার সাংবাদিকগন, সুধীজন প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চলা করেন ইউনিয়ন পরিষদের সহকারী সচিব শ্রী  বিপ্লব কুমার। 

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P