Wednesday, 14 May 2025, 07:53 PM

আওয়ামী লীগ গণতন্ত্র হত্যাকারী দল -- রফিকুল ইসলাম...

সিরাজগঞ্জ প্রতিনিধি: আওয়ামী লীগ গণতন্ত্র হত্যাকারী দল।আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া দল।সরকারের ভিতরে  আওয়ামী লীগের দোসররা এখনও ঘাপটি মেরে বসে আছে।তারা রাষ্ট্রকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে নানামুখী অপ তৎপরতা ও  বিশৃঙ্খলা সৃষ্টি করছে।তারা ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছে। ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে।  বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটিকুমরুল ইউনিয়ন শাখার আয়োজনে প্রতিনিধি সম্মেলন ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারী জেনারেল মাও:রফিকুল ইসলাম খান এ কথাগুলো বলেন।হাটিকুমরুল ইউনিয়ন শাখার আমীর,আলোড়ন সৃষ্টিকারী বক্তা মাও: রাকিবুল ইসলামের সভাপতিত্বে গতকাল সোমবার দুপুরে হাটিকুমরুল চৌরাস্তা উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিনিধি সম্মেলন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।দুইটি পর্বের  প্রথমে প্রতিনিধি সম্মেলন ও পরে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উল্লাপাড়া- সলঙ্গার লড়াকু সৈনিক মাও: রফিকুল ইসলাম খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জামায়াতে ইসলামী বগুড়া অঞ্চলের টিম সদস্য নজরুল ইসলাম,বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আমীর শাহীনুর আলম,সেক্রেটারী অধ্যাপক শহিদুল ইসলাম,উল্লাপাড়া উপজেলা শাখার আমীর অধ্যাপক শাহজাহান আলী,সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য হোসাইন আলী, সলঙ্গা থানা শাখার আমীর রাশেদুল ইসলাম শহিদ, সেক্রেটারী রাকিবুল হাসান,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী সোলাইমান হোসেন সহ অনেকে।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P