Monday, 14 April 2025, 10:30 PM

আয়োজন সফল হওয়ায় বাংলাদেশের প্রশংসায় আইসিসি

বিডি নীয়ালা নিউজ(১৫ই ফেব্রুয়ারী১৬)-স্পোর্টস ডেস্কঃ নজিরবিহীন নিরাপত্তার মধ্যদিয়ে বিশ্বের ১৬টি দেশের অংশগ্রহনে ৮টি ভেন্যুতে কোনোরকম অনাকাঙ্খিত ঘটনা ছাড়াই অনুষ্টিত হয়েছে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের এবারের আসর। ২২ জানুয়ারি প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্ট শেষ হয় ১৪ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়ে। এমন শান্তিপূর্ণ পরিবেশে এবং নির্বিঘ্নে আসরটি সম্পন্ন করতে পারায় বাংলাদেশ সরকার এবং দেশটির ক্রিকেট বোর্ডের প্রতি সন্তুষ্টি জানিয়েছেন আইসিসি’র প্রধান নির্বাহি ডেভিড রিচার্ডসন। সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর স্থানীয় একটি হোটেলে টুর্নামেন্ট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি আইসিসি’র পক্ষ থেকে এমন সন্তুষ্টি প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন‌ আইসিসি’র প্রেসিডেন্ট জহির আব্বাস ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন আয়োজক বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি আমি বিসিবির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কারণ তারা টুর্নামেন্টি যথেষ্ট দক্ষতার সাথে আয়োজন করছেন। যদিও এটি বড়দের বিশ্বকাপ বা ওয়ার্ল্ড টি-টোয়েন্টির মতো মর্যাদাপূর্ণ নয়। কিন্তু আয়োজনের ব্যাপকতা একই। অনেক সময় বরং এটাই একটু বেশি কঠিন। কারণ ১৬টি দলকে আতিথেয়তা দিতে হয়। ৪৮ ম্যাচের এই টুর্নামেন্টটি আমাদের আয়োজন করা অন্যতম বড় টুর্নামেন্ট। শুধুমাত্র বিসিবিকে না, ভেন্যু, অনুশীলন ভেন্যু এবং অন্য সব আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সব স্বেচ্ছাসেবকদেরও আমি ধন্যবাদ জানাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘ যে কোনো আয়োজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিরাপত্তা নিশ্চিত করা। এ প্রসঙ্গে আমি বাংলাদেশের মাননীয় প্রধামন্ত্রীর প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গে নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকেও ধন্যবাদ। এ ছাড়া বিসিবি স্টাফদের প্রতিও আমাদের ধন্যবাদ রইলো। তারাই টু্নামেন্টটি নিরাপদভাবে আয়োজন করতে সহায়তা করেছেন। এই আয়োজনে নিরাপত্তা নিশ্চিতের পথে বাধা হতে পারে, এমন কোনো কারণই রাখা হয়নি।’ একই সাথে বিশ্বকাপে অংশগ্রহণ করা দেশগুলোকেও ধন্যবাদ জানান তিনি। ‘একই সাথে আমি অংশগ্রহণ করা দেশগুলোকেও ধন্যবাদ দিতে চাই। বিশেষ করে সহযোগী যে দেশগুলো দুর্দান্ত পারফর্ম করেছে, যেমন নামিবিয়া সপ্তম হয়েছে, নেপাল অষ্টম হয়েছে প্লেট চ্যাম্পিয়ন হওযার মাধ্যমে আফগানিস্তান নবম হয়েছে। এদের পারফর্শ দারুণ অনুপ্রেরণাদায়ক। আমরা শীর্ষ পর্যায়ের ক্রিকেটে আরো বেশি প্রতিযোগিতা নিশ্চিত করতে চাই। সহযোগী দেশগুলোর পারফর্ম সত্যিই অনেক অনুপ্রেরণা দিচ্ছে।’ যুব বিশ্বকাপে প্রথমবারের মত চ্যাম্পিয়ন হওয়ায় ওয়েস্ট ইন্ডিজকেও অভিনন্দন জানান রিচার্ডসন। বললেন, ‘ওয়েস্ট ইন্ডিজকে অভিনন্দন জানাই। তাদের সাফল্য আইসিসির জন্য দারুণ অনুপ্রেরণাদায়ক। কারণ আমরা শুনেছি তাদের অনেক তরুণ বাস্কেট বল বা ফুটবলের মতো খেলার দিকে বেশি মনোযোগ দিচ্ছে। এ কারণই তাদরে সাফল্য আসিসরি জন্য আনন্দের ব্যাপার। বিশ্বকাপে আমরা ক্যাবিবীয়দের দারুণ প্রতিভা দেখেছি।’

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P