Monday, 10 March 2025, 04:50 PM

বাংলাদেশ কাব্যচন্দ্রিকা সাহিত্য একাডেমী পুরস্কার পেলেন কবি মাহফুজার...

মোঃ কাওছার হামিদ, কিশোরগঞ্জ (নীলফামারী) থেকেঃ বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ কাব্যচন্দ্রিকা সাহিত্য একাডেমী পুরস্কার-২০১৯ পেলেন অনলাইন নিউজ পোর্টাল বিডি নীয়ালা নিউজ এর সম্পাদক ও প্রকাশক কবি মাহ্ফুজার রহমান মন্ডল। শুক্রবার রংপুরে এক জমকালো সাহিত্য সম্মেলন অনুষ্ঠানে তাঁকে এ পুরস্কারে ভূষিত করেন কাব্যচন্দ্রিকা সাহিত্য একাডেমী, রংপুর।

কবি মাহফুজার রহমান মন্ডল বাংলাদেশ কাব্যচন্দ্রিকা সাহিত্য একাডেমী থেকে সাহিত্যের উপর পুরস্কার পাওয়ায়, তাকে রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। কিশোরগঞ্জ রিপোর্টার্স ইউনিটি‘র সভাপতি আব্দুল মান্নান, সাধারন সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ রউফুল আলম, দপ্তর সম্পাদক, সৈয়দ রফিকুল রাজু ও দৈনিক দাবানলের স্টাফ রিপোর্টার কাওছার হামিদ প্রমুখ।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P