Thursday, 26 December 2024, 10:55 AM

বাংলাদেশে জরুরি চিকিৎসা সরঞ্জাম পাঠাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র পুনরায় বাংলাদেশে কোভিড-১৯ মোকাবিলায় জরুরি চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে। সোমবার (৭ জুন) রাতে বাংলাদেশে মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

যুক্তরাষ্ট্র ২০২০ সালের মার্চ থেকে এখন পর্যন্ত বাংলাদেশকে কোভিড-১৯ মোকাবিলায় ৮৪ মিলিয়ন ডলারের বেশি স্বাস্থ্য সহায়তা দিয়েছে, যার মধ্যে এ দফায় স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম ও রোগীদের শরীরের অক্সিজেন মাত্রা নিরূপণের যন্ত্র অক্সিমিটার রয়েছে।

মার্কিন সরকার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির মাধ্যমে এ সহায়তা পাঠায়। সর্বশেষ এ সহায়তার মধ্য দিয়ে শুধু কোভিড-১৯ মহামারি মোকাবিলায় বাংলাদেশকে দেওয়া যুক্তরাষ্ট্রের মোট স্বাস্থ্য সহায়তার পরিমাণ ৮৪ মিলিয়ন ডলার দাঁড়াল।

হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর. মিলার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক তৌফিক ইসলাম শাতিল, অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব কবির আহমেদ, অসংক্রামক রোগে নিয়ন্ত্রণ- এনসিডিসি’র লাইন ডিরেক্টর ডা. মোহাম্মদ রোবেদ আমিন, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার উপ-পরিচালক ডা. মো. জাহিদুল ইসলাম এবং ঢাকার সিভিল সার্জন ডা. মইনুল আহসান।

এছাড়াও এই মাসে ইউএসএআইডি আরও দুইবার বিমানযোগে জরুরি চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে।

SO/N