Friday, 05 December 2025, 03:59 PM

বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু’র গণসংযোগ

কামাল উ.দ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর আত্রাইয়ে বিএনপি,র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সামনে রেখে নওগাঁ-০৬ (আত্রাই-রানীনগর) এর বিএনপি,র মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপি,র কার্যনির্বাহী  কমিটির সদস্য  বীর মুক্তি যোদ্ধা মোঃ আনোয়ার হোসেন  বুলু গণ সংযোগ শেষে ৪নং পাঁচুপুর সদর ইউনিয়ন সাহেবগঞ্জ ,Bবিহারীপুর, আহসানগঞ্জ রেল ওয়ে স্টেশন বাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী নিয়ে দিক নির্দেশন ও মত বিনিময় সভা করেন তিনি। 


মঙ্গলবার (৭ অক্টোবর) বিকাল ৪টায়  আত্রাই উপজেলার বিভিন্ন হাটবাজার দিক নির্দেশনা ও মত বিনিময় সভায় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য করে  বলেন,“ এ খন আর আমাদের ঘরে বসে থাকার সময় নেই। আমাদের সামনে এক বিরাট চ্যালেন্জ  অপেক্ষা করছে।দলের প্রতিটি নেতাকমীদের এক হয়ে প্রতিটি ঘরে ঘরে জননেতা তারেক রহমানের শুভেচ্ছা বার্তা ও ৩১ দফা পৌঁছে দিতে হবে। প্রতিটি ইউনিয়নের নেতৃবৃন্দের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা প্রতিটি ওর্য়াড থেকে নেতাকর্মীদের নিয়ে ৩-৪ সদস্যের একটি করে টিম তৈরি করুনএবং তাদেরকে পাঠিয়ে দিন প্রতিটি ঘরে ঘরে প্রতিটি দুয়ারে দুয়ারে। এসব টিমকে আবার পর্যবেক্ষণ করার জন্য একটি মনিটরিং টিম তৈরি করুন। যে করেই হোক যে ভাবেই হোক জননেতা তারেক রহমানের ৩১ দফা জনগনের কাছে পৌঁছে দিতে হবে। আমরা কোন ব্যক্তির জন্য  নয় আমরা ধানের শীষের বিজয়ের জন্য কাজ করবো।


দল যাকেই মনোনয়ন দিবেন আমরা তাকেই সামনে রেখে ধানের শীষের বিজয়ের লক্ষে মাঠে ময়দানে কাজ করবো। আমি সব সমময় আপনাদের পাশে ছিলাম এখনও আছি এবং ভবিষ্যতেও আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ”। গণ সংযোগে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপি,র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পাঁচুপুর ইউনিয় পরিষদের সফল চেয়ারম্যান এমদাদুল হক পিন্টু বিশ্বাস, উপজেলা মুক্তি যোদ্ধাকমান্ডের আহ্বায়ক বীর মুমিক্ত যোদ্ধা আব্দুল মান্নান, সাবেক কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপিনেতা আব্দুল হাকিম, সাবেক বিএনপি,র দপ্তর সম্পাদক কামাল উদ্দিন টগর, বিএনপি নেতা তানভির রহমান পলাশ,  কিবিএনপি নেতা কুবাদ আলী,বিএনপি নেতা সেন্টু,বিএনপি নেতা ও ভোঁপাড়া ইউনিয়ন পরিষদ সদস্য ছাইদুর রহমান, রাণী নগর উপজেলা বিএনপি,র সাবেক আহ্বায়ক ও সহ-সভাপতি রুকুনুজ্জামান রুকুসহ-সভাপতি একেএম জাকির হোসেন উপজেলা মহিলা দলের নেত্রী মেরিনা বেগমসহ বিএনপি সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P