Sunday, 22 December 2024, 02:07 PM

বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) নূরুন্নবী চৌধুরীর ইন্তেকাল

ডেস্ক রিপোর্টঃ স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় ও বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) নূরুন্নবী চৌধুরী আজ বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি… রাজিউন)। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন।


মেজর জেনারেল (অব.) নূরুন্নবী চৌধুরী জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত প্রাক্তন ফুটবল খেলোয়াড়, স্বাধীন বাংলা ফুটবল দল এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ফুটবল দলের গোলরক্ষক ছিলেন।


তার মৃত্যুতে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এবং মহাসচিব সৈয়দ শাহেদ রেজাসহ বিওএ’র সকল সদস্যগণ মেজর জেনারেল (অব.) নূরুন্নবী চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


খন্দকার নূরুন্নবীর মৃত্যুতে মোহামেডান পরিবারের পরিচালকমন্ডলী, স্থায়ী সদস্য, ফুটবল খেলোয়াড়গণ, কর্মচারী ও অগণিত সমর্থকসহ সকলে গভীরভাবে শোকাহত।


তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়।


বি/এস/এস/এন