কাওছার হামিদকিশোরগঞ্জ(নীলফমারী);
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মাগুড়া ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে ০৩ ডিসেম্বর বুধবার বাদ মাগরিব দেশ নেত্রী বেগম খালেজিয়ার রোগ মুক্তি সুস্থতা কামনায় এক মিলাদা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী যুবদল কিশোরগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ওয়ায়দুর রহমান। উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসনাত চৌধুরী বিট্রেন্, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল সানওয়াৎ চৌধুরী বিয়েছে, ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল হান্নান সরকার, সাধারণ সম্পাদক হাসানুর রহমান, ইউনিয়ন যুবদলের সহসাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম। মিলাদ ও দোয়া মাহফিলে দেশনেত্রী এবং তিনবারের সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন ১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ নুরুল ইসলাস।