Monday, 12 May 2025, 05:53 AM

বেস্ট পেপার অ্যাওয়ার্ড পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী

চন্দনা কর্মকার, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালেমিয়া কর্তৃক আয়োজিত প্রথম ইন্টারন্যাশনাল ইসলামিক ফাইন্যান্স ইন বাংলাদেশ ২০২৫ বেস্ট পেপার অ্যাওয়ার্ড পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের তিনজন শিক্ষার্থী।


গত শনিবার (২৫ জানুয়ারি) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ড্যাফোডিল স্মার্ট সিটিতে এ অ্যায়ার্ড প্রদান করা হয়।


তারা হলেন সাখওয়াত ইসলাম সজিব, বাঁধন রায় এবং আবির আহমেদ। তারা সবাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাদের পেপারের শিরোনাম হলো 'ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং পারসেপশন অব বাংলাদেশি স্টুডেন্টস টুওয়ার্ডস ইসলামিক ব্যাংকস: দ্য মডারেটিং রোল অব ট্রাস্ট' (Factors influencing perception of Bangladeshi students towards islamic Banks: The moderating role of trust)


এই কনফারেন্সে ৬টা দেশ থেকে মোট ৬২ টি পেপারের মধ্যে ৪টা পেপারকে বেস্ট  অ্যাওয়ার্ড প্রদান করা হয়।


এ বিষয়ে সাখাওয়াত হোসেন সজিব বলেন, এটা আমাদের প্রথম ইসলামিক ফাইনান্সের উপর পেপার। আমরা প্রায় এক হাজার ইউনিভার্সিটি স্টুডেন্টের কাছে থেকে ডাটা কালেকশন করে এ পেপারটা প্রস্তুত করি।এই কনফারেন্সে বেস্ট রিসার্চ পেপার অ্যাওয়ার্ড পেয়ে আমি অনেক খুশি এবং রাবির প্রতি কৃতজ্ঞ।


বাঁধন রায় বলেন, বেস্ট রিসার্চ পেপার অ্যাওয়ার্ড পেয়ে আমি অনেক খুশি। আশা করি ভবিষ্যতে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আরও বড় বড় অ্যাওয়ার্ড রিসার্চ ফিল্ড থেকে আসবে।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P